Viral News: শুধু প্রেম নয়, প্রতারণা আর পরকীয়াতেও বিশ্ব সেরা এই শহর! সাম্প্রতিক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Most Seductive Cities of the world: ওই সমীক্ষায় ধরা পড়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া।

এ কী কাণ্ড! শুধু প্রেম নয়, প্রতারণা আর পরকীয়াতেও বিশ্ব সেরা লন্ডন,
এ কী কাণ্ড! শুধু প্রেম নয়, প্রতারণা আর পরকীয়াতেও বিশ্ব সেরা লন্ডন,
#কলকাতা: শহরের সীমানা ছাড়িয়ে গ্রামগঞ্জের আনাচে কানাচে রোমান্স অর্থাৎ চুটিয়ে প্রেমের কাহিনী শোনা যায় আকছাড়। সৃষ্টির আদিকাল থেকে প্রেমকে সঙ্গী করে মানুষ তাদের জীবন সঙ্গিনী খুঁজে নেয় (Viral News)। কিন্তু প্রেম যে সবসময় মধুর হবে এমন কোনও কথা নেই। কখনও সময় কাটাতে কিংবা নাটুকেপনা করতে অনেকেই আবার প্রেমের খেলা করেন। ফলে নকল প্রেমের কবলে অনেককে প্রতারণার শিকার পর্যন্ত হতে হয়। তার ওপরে রয়েছে গোপনে পরকীয়ার সম্পর্ক (Most Seductive Cities of the world)।
ফলে প্রেম নিয়ে ঘটনার ঘনঘটা। গোটা পৃথিবী জুড়েই প্রেমের ইতিহাস কম নয়। সম্প্রতি প্রেম নিয়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সমীক্ষা চালিয়েছে সুদূর লন্ডনের ‘দ্য বটল ক্লাব’ (The Bottle Club) । ওই সমীক্ষায় ধরা পড়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। এ বার এক নজরে দেখে নেওয়া যাক দ্য বটল ক্লাবের সমীক্ষায় ঠিক কী উঠে এসেছে—
advertisement
advertisement
পৃথিবীর কোন শহরে ভরপুর রোমান্স অর্থাৎ প্রেমের ঘটনা সব থেকে বেশি?
সম্প্রতি গ্রেট ব্রিটেনের দ্য বটল ক্লাব যে সমীক্ষা করেছে তাতে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত রোমান্স অর্থাৎ প্রেমের কাহিনীতে গোটা বিশ্বের বাকি শহরকে পিছনে ফেলে এগিয়ে তালিকার (Most Seductive Cities of the world) শীর্ষে রয়েছে লন্ডন। শুধুমাত্র চুটিয়ে প্রেমই নয়, নাটুকে প্রেমের ঘটনায়ও তালিকার শীর্ষে রয়েছে ঐতিয্যের শহর লন্ডন। পাশাপাশি পরকীয়াতেও তালিকার প্রথম নম্বরে জ্বলজ্বল করছে লন্ডন শহরের নাম।
advertisement
ওই সমীক্ষায় প্রথমে দেখা হয়েছিল, পৃথিবীর কোন শহরের প্রেমিক-প্রেমিকারা তাদের নিজেদের প্রতি বেশি আকৃষ্ট। তাতে ৮০ নম্বরের মধ্যে প্রায় ৭৩ নম্বর পেয়ে তালিকায় প্রথমে রয়েছে লন্ডন। ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার লাস ভেগাস শহরের নাম প্রাপ্ত নম্বর ৬৭.৬। এর পরেই ৬৬.৫ নম্বর পেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউইয়র্ক। এ বিষয়ে দ্য বটল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে লন্ডন শহরের নাম প্রথমে থাকাই স্বাভাবিক কারণ, এখানে ১ লাখের বেশি মানুষ পর্ন সাইটে অ্যাকাউন্ট তৈরি করেছেন। এ ছাড়াও ১০ হাজারেরও বেশি মানুষ প্রাপ্তবয়স্কদের সাবস্ক্রিপশন সাইট (OnlyFans) থেকে তাদের অর্থ উপার্জন করছেন নিয়মিত।
advertisement
কিন্তু শুধুমাত্র প্রেম নয়, প্রেমে প্রতারণার ঘটনায়ও বিশ্বে সেরা শহরের তালিকায় রয়েছে লন্ডনের নাম। সমীক্ষা চালানো দ্য বটল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন শহরে বেশির ভাগ দম্পতি এবং প্রেমিক-প্রেমিকারা একে অপরকে বেশি প্রতারণা করে। এ বিষয়ে তথ্য তুলে ধরে জানান হয়েছে, লন্ডনে বসবাসকারী ৭৫ লক্ষ মানুষের মধ্যে প্রায় ১ লক্ষ মানুষ পরকীয়া সম্পর্কে লিপ্ত। বিবাহিত বেশির ভাগ দম্পতিই অবৈধ(Illicit Encounters) প্রেমের সম্পর্কে আবদ্ধ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: শুধু প্রেম নয়, প্রতারণা আর পরকীয়াতেও বিশ্ব সেরা এই শহর! সাম্প্রতিক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement