Viral News: অলস স্বামীকে খুন করে, কুচি-কুচি করে কেটে যা করলেন মহিলা! ভয়াবহ ঘটনায় আতঙ্ক

Last Updated:

Viral News: স্বামীর একটাই দোষ, তিনি অলস! খুন করে, কুচি কুচি করে কেটেও শান্তি হল না স্ত্রীয়ের! তারপর যা করলেন জানলে আতঙ্ক হবে!

#সার্বিয়া:  স্বামী-স্ত্রীর সম্পর্ক যতটা ভালোবাসার! ঠিক ততটাই দায়িত্বের। সংসারে দু'জনকেই সমান দায়িত্ব পালন করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় স্বামীর থেকে বেশি পরিশ্রম স্ত্রীকে করতে হয়। ঘর ও বাইরের কাজ সমান হাতে সামলাতে হয়। অন্যদিকে শুধু অফিস করেই ক্লান্ত হয়ে পড়েন স্বামীরা। সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে যা চমকে দেবে।
সারাদিন কাজ করেন স্ত্রী। আর পায়ের উপর পা তুলে বসে থাকেন স্বামী। এমনকি ঘরের কোনও কাজেও সাহায্য করেন না। দীর্ঘদিন এভাবেই চলছিল। অবেশেষে সার্বিয়ার মহিলা যা করলেন তা অবাক করে। জানা গিয়েছে, ১০ মে রাতে স্বামীকে খাবার বানানোর জন্য সাহায্য করতে বলেন মহিলা। কিন্তু স্বামী রাজি হন না। ব্যস তারপরেই ভয়ানক কাণ্ড ঘটান মহিলা।
advertisement
স্বামীর সঙ্গে টেরেসা স্বামীর সঙ্গে টেরেসা
advertisement
ওই মহিলা নাম টেরেসা। স্বামীকে খাবারে নেশার ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। এরপর স্বামীকে ছুড়ি দিয়ে বার বার আঘাত করতে থাকেন। খুন করে ফেলেন স্বামীকে। শুধু তাই নয় এর পর কুচি কুচি করে কাটেন স্বামীর শরীর। এবং বড় কড়াইতে সেই মাংস রান্না করে ফেলেন। এই সময় বাড়িতেই ছিলেন মহিলার আগের পক্ষের মেয়ে। সে দেখে ফেলে গোটা ঘটনা। পুলিশকে সে সাক্ষী দেয় যে তাঁর সৎ বাবাকে নিজের হাতে খুন করেছেন তাঁর মা। গোটা ঘটনার বর্ণনা ওই মহিলার মেয়েই দেন। আপাতত পুলিশি হেফাজতে মহিলা।
advertisement
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে মহিলার মেয়ে। সে নিজে থেকেই পুলিশে যায়। স্বামীকে খুন করে গোটা ঘটনা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মহিলা। জানা গিয়েছে কয়েকদিন আগেও একবার স্বামীকে মারার চেষ্টা করেছিলেন মহিলা! বিছানায় আগুন লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু সে বার বেঁচে যান স্বামী। কিছু হয় না। এবার আরও ভয়ানক কাণ্ড ঘটালেন তিনি। মহিলার মানসিক অবস্থা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে শুরু হয়েছে তদন্ত!
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: অলস স্বামীকে খুন করে, কুচি-কুচি করে কেটে যা করলেন মহিলা! ভয়াবহ ঘটনায় আতঙ্ক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement