Viral News: ‘সম্বন্ধ করে বিয়ে করা থেকে বাঁচান...’ ! পাত্রী খুঁজতে শহরজুড়ে হোর্ডিংয়ে বিজ্ঞাপন যুবকের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Man Uses Billboards To Find A Wife: বার্মিংহাম এবং ম্যাঞ্চেস্টার জুড়ে বিলবোর্ডে নিজের ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিলবোর্ডের ওই লেখাতেই তিনি কী বলতে চান, তা স্পষ্ট ৷
লন্ডন: সম্বন্ধ করে কিছুতেই বিয়ে করতে চান না ৷ অন্য কারোর উপর ভরসাও নেই ৷ তাই নিজেই শহরজুড়ে বিলবোর্ডে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিলেন যুবক (Man Uses Billboards To Find A Wife) ৷ লন্ডনের বছর ২৯-এর বাসিন্দা মহম্মদ মালিকের কাণ্ডে প্রত্যেকেই অবাক (Viral News) !
লন্ডনের বাসিন্দা হলেও বার্মিংহ্যামেও তাঁর বাড়ি রয়েছে ৷ পেশায় ব্যবসায়ী মহম্মদ অনেকদিন ধরে খুঁজলেও নিজের পছন্দ মতো মেয়ে তাঁর জুটছে না ৷ এর জন্য বাড়ি থেকেও বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়েছে ৷ খুব তাড়াতাড়ি তাঁকে বিয়ের পিঁড়িতে দেখতে চান পরিবারের সকলেই ৷ কিন্তু সম্বন্ধ করে বিয়ে করতে রাজি নন মহম্মদ মালিক ৷ এর জন্য এবার সবাইকে চমকে দিয়ে রাস্তায় রাস্তায় হোর্ডিংয়ের ব্যবস্থা করলেন তিনি ৷ যাতে লেখা, ‘‘ সেভ মি ফ্রম অ্যারেঞ্জ ম্যারেজ...’’ ৷ অর্থাৎ আমাকে সম্বন্ধ করে বিয়ে করা থেকে বাঁচান...!
advertisement
advertisement
বার্মিংহাম এবং ম্যাঞ্চেস্টার জুড়ে বিলবোর্ডে নিজের ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিলবোর্ডের ওই লেখাতেই তিনি কী বলতে চান, তা স্পষ্ট ৷
you have to respect the hustle.
marriage CVs are the past. marriage billboard ads are the future.https://t.co/2YmxlTPCdb pic.twitter.com/Ul6IYHywCP — Hamzah (@hamzah2506) January 2, 2022
advertisement
মহম্মদের কথায়, ‘এখনও পছন্দ মতো পাত্রীর সন্ধান পাইনি। এটা খুবই কঠিন একটা কাজ। নিজেকে আরও বেশি করে ছড়িয়ে দিতে এবং আমার চাহিদাকে সবার সামনে আনতেই এই সিদ্ধান্ত।’
মহম্মদ চান, পাত্রীর বয়স হতে হবে ২০-র মধ্যে ৷ হোর্ডিং টাঙানোর পর অবশ্য ভালোমতোই মেসেজ পাচ্ছেন তিনি ৷ বিয়ে করতে চেয়ে অনেকেই মেসেজ করছেন তাঁকে ৷ যার সবগুলো দেখে ওঠাও এখনও সম্ভব হয়নি ৷ এই বিলবোর্ডর ছবিও এখন ভাইরাল ৷ বার্মিংহ্যাম এবং ম্যাঞ্চেস্টারে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে ওই বিলবোর্ডগুলি ৷ তার মধ্যেই জীবনসঙ্গিনীকে খুঁজে পাওয়ার আশায় মহম্মদ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2022 10:30 AM IST