Viral Video: একী দৃশ্য ! সিংহ কোলে রাস্তায় হেঁটে চলেছেন মহিলা ! ভিডিও তুমুল ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral video shows woman carrying lion: কোলে করে কুকুর-বিড়াল নিয়ে যেতে অনেককেই দেখা যায় ৷ কিন্তু তাই বলে বাঘ বা সিংহ (Viral Video) !
কুয়েত: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন মহিলা ৷ সঙ্গে কোলে তাঁর রয়েছে একটি সিংহ ! সেটি ছটফট করছে ৷ কিন্তু মহিলা সিংহটিকে নিয়ে হনহনিয়ে হেঁটে চলেছেন ৷ এই দৃশ্য দেখে সকলেই অবাক ৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি (Viral video shows woman carrying lion) ৷
সিংহটি এতটাই ছটফট করছিল, যেন দেখে মনে হচ্ছে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে সেটি ৷ কোলে করে কুকুর-বিড়াল নিয়ে যেতে অনেককেই দেখা যায় ৷ কিন্তু তাই বলে বাঘ বা সিংহ (Viral Video) !
advertisement
কিন্তু মহিলাও নাছোড়। যত নড়নচড়ন, ততই সিংহকে জাপটে ধরার চেষ্টা করতে দেখা গেল তাঁকে। মাঝেমধ্যে সিংহটি থাবা মারার চেষ্টা করছিল। কিন্তু মহিলা সেটাও সামলে নিচ্ছিলেন। কয়েক সেকেন্ডেরই ভিডিও (Viral Video) ৷ কিন্তু তা দেখেই সবাই চমকে উঠেছেন ৷ রাতের রাস্তায় এটা হচ্ছে কী !
advertisement
hate when this happens pic.twitter.com/laYa0FtSsI
— Dylan Burns🕊️🏳️🌈 (@DylanBurns1776) January 3, 2022
জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি কুয়েতের। খাঁচা ছেড়ে পালিয়েছিল সিংহটি বলেই মনে করা হচ্ছে ৷ যার মালিক ওই মহিলা ৷ শেষপর্যন্ত সিংহটিকে ধরতে আসরে নামেন নিজেই ৷ আর একবার ধরার পর আর ছাড়েননি ৷ একেবারে জাপটে কোলে করে নিয়ে চলে যান যথাস্থানে ৷ কিন্তু সিংহটি কিছুতেই যেতে চাইছিল না ৷ খাঁচায় ফিরতে চাইছিল না সে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2022 8:03 AM IST