Viral News: গরমের মধ্যে আইসক্রিম খেতে গিয়ে বিপত্তি! আইসক্রিমের মধ্যে ওটা কী? তাজ্জব ব্যক্তি, মুহূর্তে ভাইরাল পোস্ট
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গরমের মধ্যে ঠাণ্ডা আইসক্রিম খেতে কার না ভাল লাগে। প্রচণ্ড গরমে চকলেট, ভ্যানিলা নানা স্বাদের আইসক্রিম সবারই প্রিয়।
থাইল্যান্ড: গরমের মধ্যে ঠাণ্ডা আইসক্রিম খেতে কার না ভাল লাগে। প্রচণ্ড গরমে চকলেট, ভ্যানিলা নানা স্বাদের আইসক্রিম সবারই প্রিয়। কিন্তু, অনেক সময়েই এমন কিছু ঘটনা ঘটে যার ফলে আমাদের স্বাস্থ্যের দিকেও প্রশ্ন চিহ্ন তুলে দেয়। ঠিক, এমনই এক ঘটনা ঘটল থাইল্যান্ডে। আইসক্রিমের মধ্যে পাওয়া গেল আস্ত একটা সাপ!
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি! ফের কেঁপে উঠল পায়ের তলার জমি, জোড়া ভূমিকম্পে আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ
এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটেছে যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। আর এই ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছেন নেটিজেনরা। এই ঘটনা সামনে এনেছেন রেবান নাকেলবুন নামে এক ব্যক্তি। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি শেয়ার করেছেন ওই ব্যক্তি। যেখানে দেখা যাচ্ছে আইসক্রিমের মধ্যে জমাট বেঁধে রয়েছে কালো-হলুদের একটি সাপ।
advertisement
advertisement
আরও পড়ুন: রাস্তায় পড়ে সারি সারি দেহ, দুদিনের সংঘাতে সিরিয়া যেন হত্যাপুরী! মৃত প্রায় ১ হাজার
এই ছবির সঙ্গেই তিনি লেখেন, “সত্যি বড় বড় চোখ! আদৌ মারা গিয়েছে নাকি বেঁচে আছে? আমি ব্ল্যাক বিন আইসক্রিমটা নিজের জন্য কিনেছিলাম।”
থাইল্যান্ডে ব্ল্যাক বিন খুবই জনপ্রিয় আইসক্রিম ফ্লেভার। যদিও, কোন ব্র্যান্ডের আইসক্রিম তা অবশ্য প্রকাশ্যে আনেন নি ওই ব্যক্তি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 09, 2025 7:04 PM IST