Syria Conflict: রাস্তায় পড়ে সারি সারি দেহ, দুদিনের সংঘাতে সিরিয়া যেন হত্যাপুরী! মৃত প্রায় ১ হাজার

Last Updated:

টানা দুদিন ধরে সিরিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশ ছাড়া প্রেসিডেন্ট বাশার আসাদ বাহিনীর একাধিকবার হিংস্র সংঘাতে শনিবার পর্যন্ত প্রায় ১ হাজার জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেই দেশের যুদ্ধ পর্যবেক্ষক দল।

চরম সংঘাতে সিরিয়াজুড়ে এখন শুধুই হাহাকার। ছবি- এপি
চরম সংঘাতে সিরিয়াজুড়ে এখন শুধুই হাহাকার। ছবি- এপি
দামাস্কাস: টানা দুদিন ধরে সিরিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশ ছাড়া প্রেসিডেন্ট বাশার আসাদ বাহিনীর একাধিকবার হিংস্র সংঘাতে শনিবার পর্যন্ত প্রায় ১ হাজার জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেই দেশের যুদ্ধ পর্যবেক্ষক দল। গত ১৪ বছরের মধ্যে সিরিয়াতে ঘটে চলা সংঘাতের মধ্যে এই ঘটনাকেই সবথেকে বেশি হিংস্র ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
ব্রিটেনে অবস্থিত মানবাধিকার অধিকার রক্ষার সিরিয়ান অবসারভেটরির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৭৪৫ জন সাধারণ মানুষ, এবং ১২৫ জন সরকারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এছাড়াও দেশছাড়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ পন্থী ১৪৮ জন সশস্ত্র বাহিনীর কর্মী নিহত হয়েছেন। এছাড়াও এই পরিস্থিতিতে লাটকিয়া শহরের বিরাট অংশে বিদ্যুৎ সরবারহ সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে। পাওয়া যাচ্ছে না পানীয় জলও।
advertisement
আরও পড়ুন: এখনই ভোট হলে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে? সমীক্ষায় চমক, বদলে যেতে পারে ভারতের সঙ্গে সম্পর্ক
গত প্রথম বৃহস্পতিবার প্রথম সংঘাত শুরু হয় সিরিয়ার রাজধানী শহর দামাস্কাসে। আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই গোটা দেশজুড়েই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
advertisement
এরপরেই আসাদপন্থী বাহিনীর অত্যাচার শুরু হয়।
advertisement
আরও পড়ুন: ‘তারপরই বাংলাদেশে সরকার পরিবর্তন হল’! এক নির্দেশেই হাসিনা সরকারের পতন! কে দিয়েছিল নির্দেশ?
এই প্রসঙ্গে সিরিয়ার নিবাসী সিহা নামে এক ব্যক্তি জানান, এই হত্যা প্রতিহিংসামূলক। সিরিয়ার সংখ্যালঘু আলাউইট সম্প্রদায়ের উপর অত্যাচার করছে আসাদপন্থী বাহিনী। তাঁর কথায় শহরের রাস্তায় রাস্তায় দেহ পড়ে রয়েছে। বন্দুকধারীরা বড় বড় বাড়ির সামনে জড়ো হয়ে আচমকা গুলি চালাতে শুরু করে দিচ্ছে। ফলে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
advertisement
ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা শুরু হয়েছে বিশ্বজুড়ে। এই ঘটনার নিন্দা করেছে ফ্রান্স। ফ্রান্সের পক্ষ থেকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে আর্জি জানিয়েছে এই অপরাধের যথাযথ বিচার প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Syria Conflict: রাস্তায় পড়ে সারি সারি দেহ, দুদিনের সংঘাতে সিরিয়া যেন হত্যাপুরী! মৃত প্রায় ১ হাজার
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement