Viral News: মদ খেয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এলেন মহিলা! নেশার ঘোরে ২ ঘণ্টা ধরে যা করলেন !

Last Updated:

Drunk woman fell asleep and exposed breast on TikTok live: ২৩ বছর বয়সী ইভা জোনস (Eva Jones) মদ খেয়ে অনলাইন লাইভে এসে উপস্থিত হন। কিন্তু এটিই তার জীবনের সবথেকে বড় ভুল কাজ হিসাবে প্রমাণিত হয়।

Photo Courtesy: TikTok
Photo Courtesy: TikTok
#লিভারপুল: বর্তমানে সোশ্যাল মিডিয়া সকলের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রায় সকলেই অনলাইনে এসে নিজেদের জীবনের বিভিন্ন বিষয় ও ঘটনা শেয়ার করে থাকে। অনলাইনে অন্যদের সঙ্গে লাইভ সেশনেও যুক্ত হওয়া যায়। অনলাইনে লাইভে এসে অনেকেই নিজেদের বিভিন্ন কার্যকলাপ সকলের সঙ্গে শেয়ার করেন (Viral News)। কিন্তু বর্তমানে অনলাইন লাইভে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেও দেখা যাচ্ছে। যেখানে নিজেদের অজান্তেই সকলের কাছে ছড়িয়ে যাচ্ছে সেই লাইভ ভিডিও। সম্প্রতি এমনই একটি লাইভ ভিডিও সকলের সামনে এসেছে। যেখানে এক মহিলা নিজের কোনও কথা শেয়ার করতে অনলাইন লাইভে এসে উপস্থিত হয়। কিন্তু অনলাইন লাইভে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। ২৩ বছর বয়সী ইভা জোনস (Eva Jones) মদ খেয়ে অনলাইন লাইভে এসে উপস্থিত হন। কিন্তু এটিই তার জীবনের সবথেকে বড় ভুল কাজ হিসাবে প্রমাণিত হয় (Drunk woman fell asleep and exposed breast on TikTok Live )।
ইভা জোনস অনলাইনে লাইভে এসে সকলের সঙ্গে কথা বলার পরিবর্তে নাক ডাকতে শুরু করে। লাইভে এসে প্রায় ২ ঘণ্টা ধরে ঘুমোতেই থাকেন। ২৮ ডিসেম্বর ইভা তার বন্ধুর বাড়ি থেকে মদ খেয়ে ফেরেন। এর পরেই ইভা অনলাইনে লাইভে চলে আসেন। তিনি তার ফলোয়ারদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করলেও, কিছুক্ষণের মধ্যেই নাক ডাকা শুরু করেন, ইভার সেই ঘুমিয়ে নাক ডাকার ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
advertisement
advertisement
Photo Courtesy: News Dog Media Photo Courtesy: News Dog Media
বন্ধুরা তাকে জাগানোর চেষ্টা করতে থাকেন -
লিভারপুলে বসবাসকারী ইভা এর আগে কখনও অনলাইনে লাইভে আসেননি। প্রথমবার তিনি লাইভে আসেন এবং তার ফোন সাইলেন্ট মোডে করে দেন। এর ফলে সে যখন লাইভে এসে নাক ডাকতে শুরু করেন, তখন তার বন্ধুরা তাকে অনেকবার ফোন করলেও সে রিসিভ করতে পারেনি। এর মধ্যেই ইভার অজান্তেই ঘটে যায় একটি লজ্জাজনক ঘটনা। ইভা যখন ঘুমিয়ে নাক ডাকতে থাকেন, তখন ঘুমের মধ্যেই আচমকা তার স্তন পোশাকের বাইরে দেখা যেতে থাকে। এর ফলে মডারেটর ইভার লাইভ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়।
advertisement
ঘুম থেকে উঠে জানান তার প্রতিক্রিয়া -
ঘুম থেকে উঠে হুঁশ ফেরার পরে ইভা তার সেই কাণ্ড নিয়ে সকলের সঙ্গে কথা বলেন। তিনি জানান যে, কখনও তিনি অনলাইনে লাইভে আসেননি। কিন্তু মদ খেয়ে এই প্রথমবার তিনি কেন লাইভে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তিনি নিজেও বুঝতে পারছেন না। লাইভের মধ্যেই কখন তিনি শুয়ে পড়েন সেই বিষয়েও তার কিছু মনে নেই। কিন্তু পরে সব কিছু জানার পর এখন আর আফশোস করা ছাড়া আর কোনও উপায় নেই ইভার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: মদ খেয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এলেন মহিলা! নেশার ঘোরে ২ ঘণ্টা ধরে যা করলেন !
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement