Uzbekistan Unrest: সংঘর্ষে উত্তপ্ত উজবেকিস্তান ! ১৮ জনের মৃত্যু, আহতের সংখ্যা দু’শো ছাড়াল

Last Updated:

Uzbekistan Unrest: এর মধ্যেই বিভিন্ন হিংসার ঘটনায় প্রাণ গিয়েছে ১৮ জনের ৷ আহতের সংখ্যা প্রায় ২৫০-র কাছাকাছি বলেই সংবাদসংস্থা সূত্রে খবর ৷

Photo: Twitter
Photo: Twitter
তাশখন্দ: বাড়ছে হিংসার ঘটনা ৷ ক্রমেই অশান্ত হয়ে উঠেছে উজবেকিস্তানের বিভিন্ন স্থান ৷ এর মধ্যেই বিভিন্ন হিংসার ঘটনায় প্রাণ গিয়েছে ১৮ জনের ৷ আহতের সংখ্যা প্রায় ২৫০-র কাছাকাছি বলেই সংবাদসংস্থা সূত্রে খবর (Uzbekistan Unrest)৷
যত গোলমাল দেশের স্বশাসিত অঞ্চল কারাকল্পকাস্তানকে কেন্দ্র করেই ৷ সেখানে স্বশাসনের অধিকার সম্প্রতি কেড়ে নেওয়ারই কথা জানিয়েছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকত মিরজিইওইয়েভ (Shavkat Mirziyoyev) ৷ যা স্বভাবতই মেনে নিতে রাজি নয়, সে অঞ্চলে বসবাসকারী বাসিন্দারা ৷ আরল সাগরের কাছে অবস্থিত ওই অঞ্চল এখন যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে ৷ গোলমাল আরও বাড়ার আশঙ্কা রয়েছে ৷
advertisement
advertisement
কারাকল্পকস্তানে উজবেক থেকে সংখ্যালঘু জনজাতিজের বসবাসই বেশি ৷ তাই ভাষাও অন্য ৷ কাজাখ ভাষাতেই অধিকাংশ মানুষ কথা বলেন সেখানে ৷ এতদিন ধরে স্বশাসনের অধিকার থাকার পর হঠাৎ করে তা কেড়ে নেওয়াটা একেবারেই মেনে নিতে পারছেন না কারাকল্পকস্তানের বাসিন্দারা ৷ বিভিন্ন সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি রাস্তায় ভাঙচুর করা হয় গাড়িও ৷ এই সংঘর্ষেই প্রচুর মানুষের হতাহতের ঘটনা ঘটে ৷ অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাই এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে ৷
advertisement
তবে পরিস্থিতি উত্তপ্ত দেখে আপাতত কিছুটা সুর নরম করতে বাধ্য হয়েছে উজবেকিস্তান সরকার ৷ এখনও পর্যন্ত ৫০০-র বেশি সংঘর্ষে লিপ্ত হওয়া মানুষকে গ্রেফতার করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Uzbekistan Unrest: সংঘর্ষে উত্তপ্ত উজবেকিস্তান ! ১৮ জনের মৃত্যু, আহতের সংখ্যা দু’শো ছাড়াল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement