Uzbekistan Unrest: সংঘর্ষে উত্তপ্ত উজবেকিস্তান ! ১৮ জনের মৃত্যু, আহতের সংখ্যা দু’শো ছাড়াল

Last Updated:

Uzbekistan Unrest: এর মধ্যেই বিভিন্ন হিংসার ঘটনায় প্রাণ গিয়েছে ১৮ জনের ৷ আহতের সংখ্যা প্রায় ২৫০-র কাছাকাছি বলেই সংবাদসংস্থা সূত্রে খবর ৷

Photo: Twitter
Photo: Twitter
তাশখন্দ: বাড়ছে হিংসার ঘটনা ৷ ক্রমেই অশান্ত হয়ে উঠেছে উজবেকিস্তানের বিভিন্ন স্থান ৷ এর মধ্যেই বিভিন্ন হিংসার ঘটনায় প্রাণ গিয়েছে ১৮ জনের ৷ আহতের সংখ্যা প্রায় ২৫০-র কাছাকাছি বলেই সংবাদসংস্থা সূত্রে খবর (Uzbekistan Unrest)৷
যত গোলমাল দেশের স্বশাসিত অঞ্চল কারাকল্পকাস্তানকে কেন্দ্র করেই ৷ সেখানে স্বশাসনের অধিকার সম্প্রতি কেড়ে নেওয়ারই কথা জানিয়েছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকত মিরজিইওইয়েভ (Shavkat Mirziyoyev) ৷ যা স্বভাবতই মেনে নিতে রাজি নয়, সে অঞ্চলে বসবাসকারী বাসিন্দারা ৷ আরল সাগরের কাছে অবস্থিত ওই অঞ্চল এখন যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে ৷ গোলমাল আরও বাড়ার আশঙ্কা রয়েছে ৷
advertisement
advertisement
কারাকল্পকস্তানে উজবেক থেকে সংখ্যালঘু জনজাতিজের বসবাসই বেশি ৷ তাই ভাষাও অন্য ৷ কাজাখ ভাষাতেই অধিকাংশ মানুষ কথা বলেন সেখানে ৷ এতদিন ধরে স্বশাসনের অধিকার থাকার পর হঠাৎ করে তা কেড়ে নেওয়াটা একেবারেই মেনে নিতে পারছেন না কারাকল্পকস্তানের বাসিন্দারা ৷ বিভিন্ন সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি রাস্তায় ভাঙচুর করা হয় গাড়িও ৷ এই সংঘর্ষেই প্রচুর মানুষের হতাহতের ঘটনা ঘটে ৷ অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাই এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে ৷
advertisement
তবে পরিস্থিতি উত্তপ্ত দেখে আপাতত কিছুটা সুর নরম করতে বাধ্য হয়েছে উজবেকিস্তান সরকার ৷ এখনও পর্যন্ত ৫০০-র বেশি সংঘর্ষে লিপ্ত হওয়া মানুষকে গ্রেফতার করেছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Uzbekistan Unrest: সংঘর্ষে উত্তপ্ত উজবেকিস্তান ! ১৮ জনের মৃত্যু, আহতের সংখ্যা দু’শো ছাড়াল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement