ট্রাম্পের রোষানলে এবার সোশ্যাল মিডিয়া ,বন্ধ করে দেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্টের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ার কাজের এক্তিয়ার নিয়ে বৃহস্পতিবার সই হবে নতুন এক্সিকিউটিভ অর্ডার
#ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সোশ্যাল মিডিয়ায় ফতোয়া জারি করবেন ৷ এই নিয়ে বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়া কোম্পানির ব্যবহারবিধি নিয়ে বিশেষ অর্ডার স্বাক্ষর করবেন তিনি ৷ হোয়াইট হাউস আধিকারিকরা জানিয়েছেন ট্রাম্প ভয় দেখিয়েছেন তিনি ওয়েবসাইট বন্ধও করে দিতে পারেন ৷
তবে এই বিষয়ে বিস্তারিত কিছু এখনই বলতে রাজি নন হোয়াইট হাউস আধিকারিকরা ৷ ব্যক্তিগত ভাবে যে সোশ্যাল মিডিয়া কোম্পানি রয়েছে যেমন Twitter Inc সেটাকে বন্ধ করে দেওয়া হতেই পারে ৷
এই ঘটনার সূত্রপাত আসলে মঙ্গলবার ৷ যখন ট্যুইটার ট্রাম্পের একটি ট্যুইট নিয়ে অবাস্তব ও মিথ্যা বলে দাবি করে ৷ তারা পাঠকদের এই বিষয়ে ফ্যাক্ট চেক করার পরামর্শ দিয়েছিল ৷
advertisement
advertisement
ওয়াশিংটনের ইউএস কোর্ট অফ অ্যাপিলস আলাদাভাবে তিন বিচারপতির একটি প্যানেল তৈরি করেছে ৷ যেখানে গুগল, ফেসবুক, ট্যুইটার, ও অ্যাপেলের বিরুদ্ধে রাজনৈতিক দৃষ্টিভঙ্গী দমন করার অভিযোগ আনা হয়েছিল ইউটিউবের এক দক্ষিণপন্থী মানসিকতার ব্যক্তিত্বর বিরুদ্ধে ৷ সেই মামলা দায়ের করাও বরখাস্ত করা হয়েছে৷
ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ বলেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেন্সর করাটা সঠিক প্রতিক্রিয়া হতে পারে না৷ সরকার সেন্সরশিপের পথে হাঁটতে পারে এই সংক্রান্ত একটি আলোচনার এই একটি লাইনই এখনও অবধি চ্যানেল দেখিয়েছে ৷ বৃহস্পতিবার এই পুরো সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে ৷
advertisement
ফেসবুক ট্রাম্পের মেল ইন ব্যালটের পোস্টটিও মঙ্গলবার নিজেদের প্ল্যাটফর্মে কিছু করেনি ৷ বুধবার ট্রাম্প নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন ‘রিপাবলিকান সোশ্যাল মিডিয়া পুরোপুরি রক্ষণশীল মতবাদের৷ আমরা কড়াভাবে তাদের নিয়ন্ত্রণ করব নইলে বন্ধ করে দেব৷ ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2020 3:28 PM IST