ইরানে আক্রমণের পর এবার আমেরিকার নতুন চিন্তা! কোন পথে আক্রমণ ইরানের? নজরে সিরিয়া

Last Updated:

ইরান-সমর্থিত বিদ্রোহীরা সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই হামলাকে বড়সড় আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইরান-সমর্থিত বিদ্রোহীরা সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই হামলাকে বড়সড় আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ইরান-সমর্থিত বিদ্রোহীরা সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই হামলাকে বড়সড় আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
আমেরিকার ইরানে বিমান হামলার ঠিক পরদিনই সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে খবর মিলেছে। এই ঘাঁটি সিরিয়ার পশ্চিমাঞ্চলের হাসাকা প্রদেশে অবস্থিত। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে আরও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, আমেরিকা আগেই হুঁশিয়ারি দিয়েছিল—

“আমাদের নাগরিকদের বা সেনাবাহিনীর উপর কেউ হামলার চেষ্টা করলে, তার জবাবে আমরা কঠোর প্রতিশোধ নেব।”

ইরান-সমর্থিত হামলার অভিযোগ

advertisement
বলা হয়েছে, এই হামলায় কোনও প্রাণহানির খবর এখনো নিশ্চিত নয়, তবে উত্তেজনা যে বাড়বে তা একপ্রকার নিশ্চিত।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, ইরান-সমর্থিত বিদ্রোহীরা সিরিয়ার আল-হাসাকা প্রদেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
advertisement
advertisement

কোথায় মোতায়েন রয়েছে মার্কিন সেনা?

মার্কিন সেনা ২০১৪ সাল থেকে সিরিয়ায় উপস্থিত রয়েছে, তাদের মূল লক্ষ্য—আইসিস (ISIS)-কে নির্মূল করা।
বর্তমানে সিরিয়ায় প্রায় ২,০০০ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা কুর্দ নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।
এই সেনারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলিতে মোতায়েন:
  • আল-তানফ (Al-Tanf)
  • শাদ্দাদি (Shaddadi)
  • রুমালিন ল্যান্ডিং জোন (Rumalin Landing Zone)
  • খারাব আল-জির (Kharab al-Jir)
advertisement

মধ্যপ্রাচ্যে কী হতে পারে এখন?

এই ঘটনার পরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানকে নিশানা করেছে, এবার ইরানপন্থী শক্তিগুলিও সরাসরি মার্কিন বাহিনীকে টার্গেট করছে—এই পাল্টা-পাল্টি আক্রমণে গোটা অঞ্চলে বড়সড় সংঘাত বা যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মজবুত কূটনীতি না হলে, এই সংঘাত সহজে থামবে না—এটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
advertisement
Generated image
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইরানে আক্রমণের পর এবার আমেরিকার নতুন চিন্তা! কোন পথে আক্রমণ ইরানের? নজরে সিরিয়া
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement