আবারও ছাঁটাই! ১৮ হাজার পদবিলুপ্তির পথে অ্যামাজন
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এর আগেও মাত্র ২৪ ঘণ্টার নোটিস দিয়ে, নির্দিষ্ট বেতন হাতে ধরিয়ে কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন। সেই ছাঁটাই প্রক্রিয়ার প্রভাব পড়েছিল ভারতেও। পরিস্থিতি বুঝতে অ্যামাজন ইন্ডিয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের প্রতিনিধিরা।
#ওয়াশিংটন: গত নভেম্বরেই বিশ্বজুড়ে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল অ্যামাজন। সেই প্রক্রিয়া শেষ হয়েছে কি হয়নি, তার মধ্যেই আবারও ঘোষণা। আবারও ছাঁটাই। এবার ১৮ হাজার কর্মীকে কাজ থেকে হঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত অ্যামাজনের।
গত বুধবার একটি বার্তায় অ্যমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, 'গত নভেম্বরেই আমরা জানিয়েছিলাম ১০ হাজার পদবিলোপের কথা। এবার আমরা ১৮ হাজার পদবিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছি।'
Our CEO Andy Jassy just shared a message to Amazon employees. https://t.co/cw5Dl6WY84
— Amazon News (@amazonnews) January 5, 2023
advertisement
advertisement
অ্যামাজন জানিয়েছে, বর্তমানে বিশ্ববাজারে অর্থনৈতিক অবস্থা, অনিশ্চয়তার কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। এছাড়া, গত কয়েকবছরে অতিরিক্ত কর্মীনিয়োগের জেরেও সংস্থা সমস্যার মুখে পড়েছে বলে দাবি তাঁর।
আরও পড়ুন: 'যদি ঢিল মারতেই হয়, উপযুক্ত জায়গায় গিয়ে মারুন', কোন দিকে ইঙ্গিত সুকান্তর? শুরু বিতর্ক
advertisement
আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও
এর আগেও মাত্র ২৪ ঘণ্টার নোটিস দিয়ে, নির্দিষ্ট বেতন হাতে ধরিয়ে কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন। সেই ছাঁটাই প্রক্রিয়ার প্রভাব পড়েছিল ভারতেও। পরিস্থিতি বুঝতে অ্যামাজন ইন্ডিয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের প্রতিনিধিরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 11:01 AM IST