• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ব্রিজে আগুন ! হিসি করে আগুন নেভালেন ২২ বছরের থমাস

ব্রিজে আগুন ! হিসি করে আগুন নেভালেন ২২ বছরের থমাস

UK man pees on fire to extinguish (Photo: Facebook )

UK man pees on fire to extinguish (Photo: Facebook )

স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সাউথএন্ডে ঘুরতে গিয়েছিলেন ২২ বছরের থমাস ৷ সঙ্গে ছিলেন তাঁদের সন্তানও ৷ অনেকক্ষণ ধরেই থমাস উসখুশ করছিলেন ৷

 • Share this:

  #লন্ডন: ধন্যি ছেলে বুদ্ধি ! ব্রিজের ওপর আগুন দেখতে পেয়েই, ছুট্টে আগুনের কাছে ৷ তারপর যা কীর্তিটা ঘটালেন ছেলেটি, তা দেখে হতবাক সবাই ৷

  ঘটনাটা হল, স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সাউথএন্ডে ঘুরতে গিয়েছিলেন ২২ বছরের থমাস ৷ সঙ্গে ছিলেন তাঁদের সন্তানও ৷ অনেকক্ষণ ধরেই থমাস উসখুশ করছিলেন ৷ স্ত্রীকে বলছিলেন, শীঘ্রই বাড়ি চলো, না হলে প্যান্টেই হয়ে যাবে প্রসাব ! অন্যদিকে, স্ত্রী ঘুরতে ব্যস্ত, পাত্তাই দিচ্ছিলেন না থমাসের কথায় ৷

  আরও পড়ুন 
  এই অফিসের আজব নিয়ম, টয়লেটে বসেই খেতে হবে লাঞ্চ !

  ঠিক এই সময়ই ঘটলা একেবারে অন্যরকম ঘটনা ৷ থমাস দেখলেন সাউথএন্ডের পিয়ের ব্রিজ থেকে ধুয়ো উঠছে ! দৌঁড়ে গেলেন ধুয়ো কাছে ৷ সবে তখন আগুন ধরতে শুরু করেছিল ব্রিজে ৷ আর দেরি করলেন না থমাস ৷ সোজা আগুনের কাছে গিয়ে প্যান্ট খুলে হিসি শুরু ! এ যেন এক ঢিলে দু’ পাখি মারা ৷ থমাসের এই কাণ্ডটি ছড়িয়ে পড়তেই, তিনি এখন রীতিমতো সেলিব্রিটি ৷ ভাগ্যিল হিসি চেপেছিল !

  First published: