UK Election 2024: হারতে চলেছেন ঋষি সুনক? ‘৪০০ আসন পার’ করে সমীক্ষায় লেবার পার্টির জয়ের ইঙ্গিত...ব্রিটেনে শুরু ভোট

Last Updated:

৪৪ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কনজ়ারভেটিভরা ১০০-র নীচে নেমে শতাব্দীর সবচেয়ে খারাপ ফল করতে পারে বলেও পূর্বাভাস মিলেছে বিভিন্ন জনমত সমীক্ষায়। এমনকি, সুনক নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ডে তাঁর ‘শক্ত ঘাঁটিতে’ হারতে পারেন বলেও কয়েকটি সমীক্ষার ইঙ্গিত!

লন্ডন: ১৪ বছর৷ একটানা ১৪ বছর ধরে ব্রিটেনের মসনদে নিজেদের ক্ষমতা কায়েম করে রেখেছে কনজারভেটিভ পার্টি (টোরি)৷ তবে এবার জনমত সমীক্ষায় উঠে আসা হারের পূর্বাভাস নিয়ে ভোট শুরু করলেন টোরিদের প্রধান তথা ব্রিটেনর ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক৷ জনমত সমীক্ষার ফল মিলে গেলে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের দ্বিগুণ ভোট নিয়ে এবং তিন গুণ আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি৷
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা (ভারতে বেলা ১১টা) থেকে শুরু হয়েছে ব্রিটেনের নির্বাচনের ভোটগ্রহণ পর্ব৷ ভোটদান পর্ব চলবে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত৷ প্রায় ৪৬ মিলিয়ম ভোটার এদিন ভোটদান করবেন এদিন৷ ব্রিটেমের আইনসভা হাউস অফ কমন্সে মোট আসনসংখ্যা ৬৫০৷ ম্যাজিক ফিগার ৩২৬৷ নির্বাচনের আগে ব্রিটেনে হওয়া বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা বলছে, এবারে ৪০০-রও বেশি আসন নিয়ে টোরিদের হারিয়ে সরকার গঠন করতে পারে লেবার পার্টি৷
advertisement
সমীক্ষা বলছে, বর্তমান আসন সংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ আসন হারাতে চলেছে সুনকরা৷ যেখানে ২০১৯ সালে ব্রেক্সিট সম্পূর্ণ করার আশ্বাস জুগিয়ে বরিস জনসনের নেতৃত্বে এই কনজারভেটিভরাই জিতেছিল বিরাট মার্জিনে৷
advertisement
আরও পড়ুন: অসুস্থ মুকুল রায়, বাড়িতে পড়ে গিয়ে চোট! রাতেই ভর্তি করা হল হাসপাতালে
তবে, ২০২০ সালে করোনা মহামারির সময় নিজের বাড়ির ব্যাকইয়ার্ডে কোভিড বিধি লঙ্ঘন করে পার্টি করার কথা সামনে আসার পরেই তুমুল সমালোচনার মুখে পদত্যাগ করতে হয় বরিস জনসনকে৷ তারপরে মাত্র ৪৯ দিনের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস৷ কিন্ত, সেখানেও বাজেট নিয়ে তৈরি হয় তুমুল সমালোচনা, সমস্যা৷ এরপরে, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে ব্রিটেনের প্রধানমন্ত্রী মনোনীত করে কনজারভেটিভ পার্টি৷ ব্রিটেনের সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী হন ঋষি সুনক৷
advertisement
সেই সুনকেরই নেতৃত্বে এবার নির্বাচনে লড়ছে কনজারভেটিভরা৷ কিন্তু, জনমত সমীক্ষায় উঠে এসেছে, বিগত কয়েকবছরে একটানা অর্থনৈতিক অবক্ষয়, দু’মাসের মধ্যে তিনবার প্রধানমন্ত্রী বদল এবং সামগ্রিক একটা প্রাতিষ্ঠানিক বিরোধিতাই কাজ করছে ব্রিটেনবাসীর মনে৷ প্রধানমন্ত্রী হিসাবেও ব্রিটেনবাসীর মন জয় করতে অক্ষম হয়েছেন সুনক৷
৪৪ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কনজ়ারভেটিভরা ১০০-র নীচে নেমে শতাব্দীর সবচেয়ে খারাপ ফল করতে পারে বলেও পূর্বাভাস মিলেছে বিভিন্ন জনমত সমীক্ষায়। এমনকি, সুনক নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ডে তাঁর ‘শক্ত ঘাঁটিতে’ হারতে পারেন বলেও কয়েকটি সমীক্ষার ইঙ্গিত!
advertisement
অন্যদিকে, লেবার পার্টির প্রধানমন্ত্রী হিসাবে শেষবার ২০০৫ সালে সরকার গঠন করেছিল টোনি ব্লেয়ার৷ জনমত সমীক্ষা মিলে গেলে ‘new age of hope and opportunity’-এর আশা দেখিয়ে ১৪ বছর পরে ক্ষমতায় আসবে লেবারের স্টার্মার৷
৬১ বছর বয়সি হিউমান রাইটস আইনজীবী, এক সময় নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশের আইনি পরামর্শদাতা ছিলেন৷ পরে ব্রিটেনের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী হিসাবে পরিচিত হন এই স্টার্মার৷
advertisement
ব্রিটেনের নির্বাচনের প্রথম ফলপ্রকাশ পেতে চলেছে স্থানীয় সময় রাত ৩টে নাগাদ৷ তারপরে ভোর ৪টে, ভোর ৫টা এবং সকাল ৭টায়৷ শুক্রবার সকালে স্পষ্ট হয়ে যাবে আগামী ৫ বছরের জন্য ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা কে হতে চলেছেন৷
তবে জনমত সমীক্ষার ফল প্রকৃত নির্বাচনী ফলাফলের সঙ্গে না-ও মিলতে পারে৷ অতীতে একাধিকবার এমন নিদর্শন রয়েছে৷ কোনও সমীক্ষা এবং নির্বাচনী ফলাফল কখনওই সমান নয়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
UK Election 2024: হারতে চলেছেন ঋষি সুনক? ‘৪০০ আসন পার’ করে সমীক্ষায় লেবার পার্টির জয়ের ইঙ্গিত...ব্রিটেনে শুরু ভোট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement