Bhole Baba: অন্তরালে থেকেই প্রথম বার মুখ খুললেন ভোলে বাবা! বিপর্যয়ের দায় চাপালেন কার উপরে?

Last Updated:

সূত্রের খবর, ভোলে বাবার নামে থাকা সমস্ত আশ্রম এবং জমি নিয়ে তদন্ত শুরু হয়েছে৷

হাথরস কাণ্ডে অভিযুক্ত ভোলে বাবা৷
হাথরস কাণ্ডে অভিযুক্ত ভোলে বাবা৷
হাথরস: সৎসঙ্গে এসে পদপিষ্ট হয়ে হাথরসে ১২১ জনের মৃত্যুর ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল উঠছে, সেই ভোলে বাবা এই প্রথমবার ঘটনা নিয়ে মুখ খুলেন৷ নিজেকে নির্দোষ প্রমাণ করে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি ওরফে সুরজ পালের দাবি, এই বিপর্যয়ের পদপিষ্টের ঘটনার পিছনে দুষ্কৃতীরা রয়েছে৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিযুক্ত ধর্মগুরু৷ আইনজীবীর মাধ্যমে বিবৃতি দিয়ে ভোলে বাবা আরও দাবি করেছেন, পদপিষ্ট হওয়ার ঘটনা শুরু হওয়ার আগেই তিনি সৎসঙ্গের সভাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন৷
ভোলে বাবার হয়ে এই মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়েছেন এ পি সিং৷ এই আইনজীবী দিল্লির নির্ভয়া গণধর্ষণ মামলায় অভিযুক্তদের আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেছিলেন৷ নির্ভয়া কাণ্ডে চার জন সাজাপ্রাপ্তেরই ফাঁসি হয়েছে৷
advertisement
অভিযুক্ত ভোলে বাবার আইনজীবী এ পি সিং দাবি বিবৃতি দিয়ে দাবি করেছেন, আহতদের চিকিৎসায় যাতে কোনওরকম অসুবিধা না হয় তা আমরা নিশ্চিত করব৷ মহিলারা বাবার পা ছুঁতে গিয়ে হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ ছড়িয়েছে, তা ঠিক নয়৷ বাবা কখনও এ ভাবে পা ছুঁয়ে প্রণাম করার অনুমতিই দেন না৷
advertisement
মঙ্গলবার ঘটনার পর থেকেই পলাতক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা৷ যদিও তাঁর আইনজীবী দাবি করেছেন, ভোলে বাবা তদন্তে সব রকমের সহযোগিতা করবেন৷ ওই আইনজীবী আরও দাবি করেছেন, এই ঘটনার পিছনে রয়েছে সমাজবিরোধীরা৷
সূত্রের খবর, ভোলে বাবার নামে থাকা সমস্ত আশ্রম এবং জমি নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ আগামী বৃহস্পতিবার আগরায় বাবার আরও একটি সৎসঙ্গে উপস্থি থাকার কথা ছিল, যদিও তা বাতিল করা হয়েছে৷ ঘটনার পর থেকেই ভোলে বাবার একের পর এক কীর্তি সামনে আসছে৷ মৃত মানুষকে বাঁচিয়ে তোলার দাবি করে জেল খাটা থেকে শুরু করে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ, কীর্তিমান বাবার একাধিক কুকর্ম এখন প্রকাশ্যে৷ যদিও পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তে নেমে আয়োজকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে পুলিশ৷ অভিযোগ, ৮০ হাজার মানুষের জমায়েত হবে পুলিশকে জানানো হলেও সৎসঙ্গে এসেছিলেন প্রায় আড়াই লক্ষ মানুষ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bhole Baba: অন্তরালে থেকেই প্রথম বার মুখ খুললেন ভোলে বাবা! বিপর্যয়ের দায় চাপালেন কার উপরে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement