Hemant Soren: মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত, বিধানসভা ভোটের আগেই ঝাড়খণ্ডের মসনদে বদল

Last Updated:

রাজ্যের এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ইন্ডিয়া জোট মনে করছে হেমন্ত সোরেনকে সামনে রেখে ভোটে লড়লেই ভাল ফল করবেন তাঁরা৷

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত সোরেন৷ ছবি- পিটিআই
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত সোরেন৷ ছবি- পিটিআই
রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত সোরেন৷ ইতিমধ্যেই রাজ ভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন চম্পাই সোরেন৷ আজ রাত আটটায় সম্ভবত ফের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন হেমন্ত৷
প্রায় পাঁচ মাস আগে জমি কেলেঙ্কারি কাণ্ডে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি৷ গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত৷ এর পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চম্পাই৷ তবে সূত্রের খবর, বাধ্য হয়ে ইস্তফা দিতে হলেও এই সিদ্ধান্তে অখুশি চম্পাই নিজে৷ তাঁকে সম্ভবত জেএমএম-এর কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হবে৷
advertisement
advertisement
গ্রেফতার হওয়ার প্রায় ৫ মাস বাদে গত ২৮ জুন হেমন্ত সোরেনকে জামিন দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট৷ এর পরই মুখ্যমন্ত্রী পদে ফিরছেন তিনি৷
সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে৷ রাজ্যের এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ইন্ডিয়া জোট মনে করছে হেমন্ত সোরেনকে সামনে রেখে ভোটে লড়লেই ভাল ফল করবেন তাঁরা৷ কারণ লোকসভা নির্বাচনের সময় হেমন্ত জেলে থাকলেও জেএমএম এবং কংগ্রেসের জোটের সামনে ঝাড়খণ্ডে পর্যুদস্ত হয়েছে বিজেপি৷ ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত পাঁচটি লোকসভা আসনেই জয়ী হয়েছে ইন্ডিয়া জোট৷ এমন কি, সোরেন পরিবারের খাসতালুক দুমকাতেও জয়ী হয় জেএমএম৷ সেখানে হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেনকে প্রার্থী করলেও পরাজিত হয়েছে বিজেপি৷
advertisement
যদিও হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী পদে ফেরাকে কটাক্ষ করেছে বিজেপি৷ গেরুয়া শিবির কটাক্ষ করে বলেছে, অন্য কারও হাতে ক্ষমতা ছাড়তে চায় না সোরেন পরিবার৷ চম্পাই সোরেনকে শুধুমাত্র অস্থায়ী মুখ্যমন্ত্রী করে রাখা হয়েছিল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Hemant Soren: মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত, বিধানসভা ভোটের আগেই ঝাড়খণ্ডের মসনদে বদল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement