Turkey Earthquake: মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, মৃতের সংখ্যা ১৪০০ পার! উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত

Last Updated:

তুরস্কের এই বিপর্যয়ে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস, রোমানিয়া,স্পেন, পোল্যান্ডের মতো ইউরোপের দেশগুলি৷

এরকমই ধ্বংসস্তূপের চেহারা নিয়ে তুরস্কের একাধিক শহর।
এরকমই ধ্বংসস্তূপের চেহারা নিয়ে তুরস্কের একাধিক শহর।
ইস্তানবুল: ভূমিকম্পের বিপর্যয়ের তুরস্ক যেন মৃত্যুপুরী৷ পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বাড়ছে সিরিয়াতেও৷ সোমবার ভোরে হওয়া ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২৷ শুধুমাত্র তুরস্কেই আহতের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার৷
অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা সবমিলিয়ে প্রায় ৬০০৷ সিরিয়ার যে অংশ সে দেশের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, সেই এলাকায় মৃতের সংখ্যা ৩৭১৷ বিদ্রোহীদের হাতে থাকা অঞ্চলেও মৃতের সংখ্যা ২১১৷  ফলে তুরস্ক এবং সিরিয়া দুই দেশের মোট মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৪০০ ছাড়িয়েছে৷
advertisement
advertisement
এ দিন ভোররাতের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসপুরীতে পরিণত হয়েছে৷ মাটিতে গুড়িয়ে গিয়েছে অসংখ্য বহুতল৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অধিকাংশ মানুষ৷ কম্পনের সময় নিরাপদ স্থানে বেরিয়ে আসার সময়টুকু পাননি তাঁরা৷ যে কারণে হতাহতের সংখ্যা এত বেশি৷
১৯৯৯ সালে এমনই এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক৷ সেবার মৃতের সংখ্যা ১৭ হাজার ছুঁয়েছিল৷ এবারের বিপর্যয়ে শেষ পর্যন্ত হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার৷ ধ্বংসস্তূপের নীচে কত মানুষ চাপা পড়ে রয়েছেন, এখনও তার হিসেব নেই৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে, এমন আশঙ্কা প্রবল৷
advertisement
তুরস্কের এই বিপর্যয়ে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস, রোমানিয়া,স্পেন, পোল্যান্ডের মতো ইউরোপের দেশগুলি৷ ধ্বংসস্তূপের নীচে জীবিতদের চিহ্নিত করতে কোপারনিকাস স্যাটেলাইট ম্যাপিং সার্ভিসের মাধ্যমে তুরস্ককে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন৷
শোকপ্রকাশ করে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ ভারত থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু'টি দল তুরস্কে যাচ্ছে৷ সঙ্গে পাঠানো হচ্ছে অত্যাবশ্যকীয় সামগ্রী৷ উদ্ধারকারী দল তৈরি রেখেছে তাইওয়ানও৷
advertisement
এ দিন ভোর রাতের ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭.৮৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর পরেও অন্তত দু'বার জোরালো কম্পন অনুভূত হয়েছে তুরস্কে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey Earthquake: মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, মৃতের সংখ্যা ১৪০০ পার! উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement