Turkey Earthquake: মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, মৃতের সংখ্যা ১৪০০ পার! উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তুরস্কের এই বিপর্যয়ে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস, রোমানিয়া,স্পেন, পোল্যান্ডের মতো ইউরোপের দেশগুলি৷
ইস্তানবুল: ভূমিকম্পের বিপর্যয়ের তুরস্ক যেন মৃত্যুপুরী৷ পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বাড়ছে সিরিয়াতেও৷ সোমবার ভোরে হওয়া ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২৷ শুধুমাত্র তুরস্কেই আহতের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার৷
অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা সবমিলিয়ে প্রায় ৬০০৷ সিরিয়ার যে অংশ সে দেশের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, সেই এলাকায় মৃতের সংখ্যা ৩৭১৷ বিদ্রোহীদের হাতে থাকা অঞ্চলেও মৃতের সংখ্যা ২১১৷ ফলে তুরস্ক এবং সিরিয়া দুই দেশের মোট মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৪০০ ছাড়িয়েছে৷
advertisement
advertisement
এ দিন ভোররাতের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসপুরীতে পরিণত হয়েছে৷ মাটিতে গুড়িয়ে গিয়েছে অসংখ্য বহুতল৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অধিকাংশ মানুষ৷ কম্পনের সময় নিরাপদ স্থানে বেরিয়ে আসার সময়টুকু পাননি তাঁরা৷ যে কারণে হতাহতের সংখ্যা এত বেশি৷
১৯৯৯ সালে এমনই এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক৷ সেবার মৃতের সংখ্যা ১৭ হাজার ছুঁয়েছিল৷ এবারের বিপর্যয়ে শেষ পর্যন্ত হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার৷ ধ্বংসস্তূপের নীচে কত মানুষ চাপা পড়ে রয়েছেন, এখনও তার হিসেব নেই৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে, এমন আশঙ্কা প্রবল৷
advertisement
তুরস্কের এই বিপর্যয়ে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস, রোমানিয়া,স্পেন, পোল্যান্ডের মতো ইউরোপের দেশগুলি৷ ধ্বংসস্তূপের নীচে জীবিতদের চিহ্নিত করতে কোপারনিকাস স্যাটেলাইট ম্যাপিং সার্ভিসের মাধ্যমে তুরস্ককে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন৷
শোকপ্রকাশ করে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ ভারত থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু'টি দল তুরস্কে যাচ্ছে৷ সঙ্গে পাঠানো হচ্ছে অত্যাবশ্যকীয় সামগ্রী৷ উদ্ধারকারী দল তৈরি রেখেছে তাইওয়ানও৷
advertisement
এ দিন ভোর রাতের ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭.৮৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর পরেও অন্তত দু'বার জোরালো কম্পন অনুভূত হয়েছে তুরস্কে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
February 06, 2023 5:13 PM IST