হোম /খবর /বিদেশ /
তুরস্ক-সিরিয়ায় বিপর্যয়, ভূমিকম্পে মৃত প্রায় ৬০০! পাশে থাকার বার্তা মোদির

Turkey Syria Earthquake: তুরস্ক-সিরিয়ায় বিপর্যয়, ভূমিকম্পে মৃত প্রায় ৬০০! পাশে থাকার বার্তা মোদির

সাজানো শহর যেন ধ্বংসপুরী, তুরস্কের দিয়ারবাকির শহরের ছবি। Photo-Reuters

সাজানো শহর যেন ধ্বংসপুরী, তুরস্কের দিয়ারবাকির শহরের ছবি। Photo-Reuters

ইতিমধ্যেই নেদারল্যান্ডস, রোমানিয়ার মতো দেশগুলি তুরস্কের পাশে দাঁড়িয়েছে৷ দুই দেশই নিজেদের উদ্ধারকারী দলকে তুরস্কে পাঠিয়েছে৷

  • Share this:

ইস্তানবুল: প্রবল ভূমিকম্পের জেরে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়া৷ মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬০০ ছুঁই ছুঁই৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ভয়াবহ ভূমিকম্পের জেরে শুধুমাত্র তুরস্কেই মৃতের সংখ্যা ২৮৪৷ সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৩৯৷ সিরিয়ায় আহতের সংখ্যা ৬০০৷

এ দিন ভোর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ অংশ৷ ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের গাজিয়ানটেপ, কাহরামানমারাস, আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকিরের মতো একাধিক শহর৷ ভেঙে পড়ে শহরের অধিকাংশ বহুতল৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ৷ তুরস্কে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮৷

একই ভাবে বিপর্যয় নামে প্রতিবেশী দেশ সিরিয়াতেও৷ সেখানেও ভেঙে পড়ে ঘর, বাড়ি, বহুতল৷ সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, সিরিয়ার আলেপ্পো, লাটাকিয়া, হামা এবং তারটুস অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি৷

তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটারে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, 'তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং সম্পত্তি নষ্টের ঘটনায় ব্যথিত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ এই কঠিন সময়ে ভারত সবরকম ভাবে তুরস্কের পাশে রয়েছে এবং সবরকম সহযোগিতা করতে তৈরি৷'

আরও পড়ুন: শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প! তুরস্ক-সিরিয়ায় মৃত প্রায় ১০০, এখনও ধ্বংস্তূপে চাপা বহু মানুষ

ইতিমধ্যেই নেদারল্যান্ডস, রোমানিয়ার মতো দেশগুলি তুরস্কের পাশে দাঁড়িয়েছে৷ দুই দেশই নিজেদের উদ্ধারকারী দলকে তুরস্কে পাঠিয়েছে৷

তুরস্কের এই ভূমিকম্পকে গত একশো বছরের অন্যতম ভয়াবহ বলে দাবি করা হচ্ছে৷ এ দিনের ভূমিকম্পে কেঁপে উঠেছে লেবানন, ইজরায়েল, সাইপ্রাসের মতো একাধিক দেশ৷

গাজিয়ানটেপ শহরের প্রায় সব বাসিন্দাই বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন৷ প্রথমবার কম্পনের পর দ্বিতীয় একটি জোরালো কম্পনও অনুভূত হয়৷ গাজিয়ানটেপ শহরের এক বাসিন্দা সংবাদসংস্থা বিবিসি-কে জানিয়েছেন, 'ভূমিকম্পের সময় মনে হচ্ছিল ছোট কোনও বাচ্চার মতো দোলনায় দুলছি৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Earthquake, Syria, Turkey