Turkey Syria earthquake: শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প! তুরস্ক-সিরিয়ায় মৃত প্রায় ১০০, এখনও ধ্বংসস্তূপে চাপা বহু মানুষ

Last Updated:
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া মানুষকে উদ্ধারের কাজ শুরু হয়েছে সিরিয়া, তুরস্কে। Photo-Twitter
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া মানুষকে উদ্ধারের কাজ শুরু হয়েছে সিরিয়া, তুরস্কে। Photo-Twitter
ইস্তানবুল:  ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক, সিরিয়াতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এ দিন ভোররাতে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ তুরস্ক৷ শক্তিশালী কম্পন অনুভূত হয় প্রতিবেশী দেশ সিরিয়াতেও৷
দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯০ বলে জানা গিয়েছে৷ যদিও সেই সংখ্যা আরও অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে৷ কারণ যে সময় ভূমিকম্প হয়, তখন অধিকাংশ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন৷
ভূমিকম্পে তুরস্কের একাধিক শহরের অসংখ্য বহুতল ভেঙে পড়ার ছবি সামনে এসেছে৷ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ৷ ফলে হতাহতের সংখ্যা অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে৷
advertisement
advertisement
রিখটার স্কেলে এ দিন তুরস্কের প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৮৷ কম্পনের তীব্রতা এতটাই ছিল যে সুদূর সাইপ্রাস দ্বীপেও তা অনুভূত হয়৷ পাশাপাশি, লেবানন, ইরাক, ইজরায়েলের একাংশও কেঁপে ওঠে বলে খবর৷
শেষ পাওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র তুরস্কেই মৃতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে৷ সিরিয়ায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪২ ছুঁয়েছে৷ সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে থাকা দেশের উত্তর অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখানেও একাধিক বহুতল এবং বাড়িঘর ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে৷
advertisement
স্থানীয় সময় ভোর ৪.১৭ মিনিটে কেঁপে ওঠে দক্ষিণ তুরস্কের বিস্তীর্ণ অংশ৷ শহরাঞ্চল হওয়ায় একাধিক বহুতল ভেঙে গুড়িয়ে যায়৷ প্রথম কম্পনের ১৫ মিনিটের মাথায় দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়৷ দ্বিতীয় বার কম্পনের তীব্রতা ছিল ৬.৭৷
advertisement
ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের শহর কাহরামানমারাস৷ এর পাশাপাশি আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকির শহরগুলিতেও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে৷
পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম তুরস্ক৷ গত একশো বছরে এই অঞ্চলে এটিই অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে দাবি করা হচ্ছে৷ ১৯৯৯ সালে এই তুরস্কেই ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারান৷ তার মধ্যে ইস্তানবুলেই ১০০০ মানুষের মৃত্যু হয়৷ ২০২০ সালেও তুরস্কে দু'টি বড় ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey Syria earthquake: শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প! তুরস্ক-সিরিয়ায় মৃত প্রায় ১০০, এখনও ধ্বংসস্তূপে চাপা বহু মানুষ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement