Earthquake: এক সপ্তাহের মধ্যে ২ বার, ফের মারাত্মক ভূমিকম্প, প্রবল আতঙ্কে সকলে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Earthquake: রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৬.২। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে এই তথ্য দিয়েছে
জাকার্তা: কয়েকদিনের ব্যবধানের মধ্যেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার ভোররাতে সুমাত্রা দ্বীপ উপকূলে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৬.২। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে এই তথ্য দিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, ৪৮ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় অনুযায়ী ভোর সাড়ে ৬টার দিকে ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়। ইন্দোনেশিয়ান সংস্থা AJC থেকে হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
advertisement
মাত্র কয়েকদিন আগেই জানুয়ারির ১০ তারিখ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৭.৬। ইউএসজিএস জানিয়েছে, সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ান দ্বীপ অ্যাম্বোনের দক্ষিণে ৪২৭ কিলোমিটার দক্ষিণে ৯৫ কিলোমিটার গভীরে। সেই ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও কম্পণের জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে যায় সাধারণ মানুষের মধ্যে।
advertisement
২০২২ সালে ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার জাভাতে প্রবল ভূমিকম্প হয়। তথ্য অনুযায়ী, মৃত্যু হয় অন্তত ৬০২ জনের। নিহতদের অধিকাংশই ভবন ধসে বা ভূমিধসের কারণে মারা যান।
আরও পড়ুন, 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর
advertisement
সুলাওয়েসিতে ২০১৮ সালের ভূমিকম্প এবং সুনামির পর এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার'-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 8:26 AM IST