Turkey Earthquake: পিছু ছাড়ছেই না, তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পাওয়া বিড়ালের নামকরণ করে দত্তকই নিলেন উদ্ধারকর্মী

Last Updated:

Turkey Earthquake:এর আগেও এঙ্কাজের একটি ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। তখনও অবশ্য তার নামকরণ হয়নি

এঙ্কাজের সঙ্গে ছড়িয়ে পড়েছে তার উদ্ধারকারী আলি কাকাসের নামও
এঙ্কাজের সঙ্গে ছড়িয়ে পড়েছে তার উদ্ধারকারী আলি কাকাসের নামও
বিধ্বংসী ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পাওয়া। তাই তার নামেও জড়িয়ে আছে ধ্বংস। চতুষ্পদের নাম 'এঙ্কাজ'। তুরস্কের স্থানীয় ভাষায় এর অর্থ ভগ্নস্তূপ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এঙ্কাজ নামের বিড়াল। তুরস্কে ভূমিকম্পের পর তাকে ভাঙা ইমারতি জিনিসপত্রের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন সে উদ্ধারকারীর সঙ্গ ছাড়তে নারাজ। জানা গিয়েছে, তাকে দত্তকই নিয়েছেন ওই উদ্ধারকর্মী। নামকরণও করেছেন তিনিই। ফলে এঙ্কাজের সঙ্গে ছড়িয়ে পড়েছে তার উদ্ধারকারী আলি কাকাসের নামও।
এঙ্কাজ ও আলিকে নিয়ে ট্যুইট করেছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রকের প্রাক্তন উপমন্ত্রী অ্যান্টন গেরাশচেঙ্কো। তিনিই জানান উদ্ধারের পর সাদা কালো বিড়ালটির নাম দিয়েছেন ওই উদ্ধারকর্মী। দত্তকও নিয়েছেন তিনি। পোষ্য ও তার পালককে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন গেরাশচেঙ্কো।
advertisement
advertisement
advertisement
এর আগেও এঙ্কাজের একটি ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। তখনও অবশ্য তার নামকরণ হয়নি। সেই ছবিটি পোস্ট করেছিলেন উদ্ধারকর্মী আলি কাকাস। ছবিতে দেখা গিয়েছিল আলির কাঁধে লেজ ঝুলিয়ে আসন পেতে বসে আছে মার্জার। উদ্ধারকর্মী আলি জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে বার করে আনার পর বিড়ালটি তার পিছু ছাড়ছিল না। তিনি যেখানে যাচ্ছিলেন, তার পিছু পিছু যাচ্ছিল। তার পরই তিনি সিদ্ধান্ত নেন মার্জারটিকে দত্তক নেওয়ার। কারণ ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও বিড়ালটি রয়ে গিয়েছে তাঁর কাছেই। আলির ধারণা, তাঁর কাছে বিড়ালটি নিশ্চিন্ত বোধ করছে। উদ্ধার করেছে বলে তাকে কৃতজ্ঞতাও জানাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey Earthquake: পিছু ছাড়ছেই না, তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পাওয়া বিড়ালের নামকরণ করে দত্তকই নিলেন উদ্ধারকর্মী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement