Relationship : প্রেমিককে ফিরিয়ে দিয়ে নিজের মায়ের বয়সি পুরুষকে বিয়ে করে অন্তঃসত্ত্বা তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Relationship : প্রেমিককে ফেলে নিজের মায়ের বয়সি এক পুরুষকে বিয়ে করেছেন ওই তরুণী।
ভুবনজোড়া প্রেেমর ফাঁদে কে যে কখন কোথায় ধরা পড়বে, তার কোনও ঠিক নেই। সেই কথাই সত্যি হল ২৪ বছর বয়সি এক তরুণীর ক্ষেত্রে। প্রেমিককে ফেলে নিজের মায়ের বয়সি এক পুরুষকে বিয়ে করেছেন ওই তরুণী। আমেরিকার নর্থ ক্যারোলিনার বাসিন্দা ওই তরুণীর নাম আমান্দা ক্যানন। ২০১৭ সালে তাঁর আলাপ হয় ৫৪ বছর বয়সি মধ্যবয়সি এস-এর সঙ্গে। তাঁকেই বিয়ে করেছেন আমান্দা। তাঁর সন্তানের মা-ও হতে চলেছেন তিনি।
অন্যদিকে ৫৪ বছরের এস ডিভোর্সি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর প্রতিজ্ঞা করেছিলেন দ্বিতীয় বিয়ে না করার। কিন্তু আমান্দাকে বিয়ের পর সেই প্রতিজ্ঞাও ভেসে গিয়েছে। চার বছরের প্রেম পর্বের পর ২০২১ সালে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। আমান্দা জানান তিনি কেন প্রেমে পড়েছেন, জানেন না। এস জানান, তিনি আমান্দার রূপে মুগ্ধ।
advertisement
আরও পড়ুন : ৩২ বার বিয়ে, ১৯ সন্তান, শেষ বয়সে নিঃস্ব ও নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু এই রেকর্ডধারীর
সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে প্রথম বিয়ে থেকে এস-এর দুই ছেলে পেটন এবং কেড-এর বয়স ২১ বছর এবং ২০ বছর যথাক্রমে। তবে এ সব কোনও কিছুই এস ও আমান্দার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। সব চিন্তাভাবনা পেরিয়ে নিজের মায়ের বয়সি এসকেই বিয়ে করেন আমান্দা। তাঁদের সম্পর্ককে সবদিক থেকে নিখুঁত বলে মনে করেন এই তরুণী।
advertisement
advertisement
আরও পড়ুন : ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
সামাজিক মাধ্যমে কেউ কেউ আমান্দাকে গোল্ড ডিগার বললেও অধিকাংশ মন্তব্যই সদর্থক, বলে জানিয়েছেন এই তরুণী। তাঁদের দাম্পত্য কেটে যাচ্ছে ছন্দেই। এসের সন্তানের মা হতে চলেছেন আমান্দা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 5:54 PM IST