Relationship : প্রেমিককে ফিরিয়ে দিয়ে নিজের মায়ের বয়সি পুরুষকে বিয়ে করে অন্তঃসত্ত্বা তরুণী

Last Updated:

Relationship : প্রেমিককে ফেলে নিজের মায়ের বয়সি এক পুরুষকে বিয়ে করেছেন ওই তরুণী।

প্রেমিককে ফেলে নিজের মায়ের বয়সি এক পুরুষকে বিয়ে করেছেন ওই তরুণী
প্রেমিককে ফেলে নিজের মায়ের বয়সি এক পুরুষকে বিয়ে করেছেন ওই তরুণী
ভুবনজোড়া প্রেেমর ফাঁদে কে যে কখন কোথায় ধরা পড়বে, তার কোনও ঠিক নেই। সেই কথাই সত্যি হল ২৪ বছর বয়সি এক তরুণীর ক্ষেত্রে। প্রেমিককে ফেলে নিজের মায়ের বয়সি এক পুরুষকে বিয়ে করেছেন ওই তরুণী। আমেরিকার নর্থ ক্যারোলিনার বাসিন্দা ওই তরুণীর নাম আমান্দা ক্যানন। ২০১৭ সালে তাঁর আলাপ হয় ৫৪ বছর বয়সি মধ্যবয়সি এস-এর সঙ্গে। তাঁকেই বিয়ে করেছেন আমান্দা। তাঁর সন্তানের মা-ও হতে চলেছেন তিনি।
অন্যদিকে ৫৪ বছরের এস ডিভোর্সি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর প্রতিজ্ঞা করেছিলেন দ্বিতীয় বিয়ে না করার। কিন্তু আমান্দাকে বিয়ের পর সেই প্রতিজ্ঞাও ভেসে গিয়েছে। চার বছরের প্রেম পর্বের পর ২০২১ সালে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। আমান্দা জানান তিনি কেন প্রেমে পড়েছেন, জানেন না। এস জানান, তিনি আমান্দার রূপে মুগ্ধ।
advertisement
আরও পড়ুন :  ৩২ বার বিয়ে, ১৯ সন্তান, শেষ বয়সে নিঃস্ব ও নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু এই রেকর্ডধারীর
সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে প্রথম বিয়ে থেকে এস-এর দুই ছেলে পেটন এবং কেড-এর বয়স ২১ বছর এবং ২০ বছর যথাক্রমে। তবে এ সব কোনও কিছুই এস ও আমান্দার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। সব চিন্তাভাবনা পেরিয়ে নিজের মায়ের বয়সি এসকেই বিয়ে করেন আমান্দা। তাঁদের সম্পর্ককে সবদিক থেকে নিখুঁত বলে মনে করেন এই তরুণী।
advertisement
advertisement
আরও পড়ুন :  ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
সামাজিক মাধ্যমে কেউ কেউ আমান্দাকে গোল্ড ডিগার বললেও অধিকাংশ মন্তব্যই সদর্থক, বলে জানিয়েছেন এই তরুণী। তাঁদের দাম্পত্য কেটে যাচ্ছে ছন্দেই। এসের সন্তানের মা হতে চলেছেন আমান্দা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Relationship : প্রেমিককে ফিরিয়ে দিয়ে নিজের মায়ের বয়সি পুরুষকে বিয়ে করে অন্তঃসত্ত্বা তরুণী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement