সুনামির ধাক্কা পৌঁছল আমেরিকার আলাস্কায়! বিদ্যুৎ বিচ্ছিন্ন রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, চূড়ান্ত সতর্কতা জারি ৩ মহাদেশে!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রাশিয়ার পূর্ব কামচটকা প্রদেশ ৮.৮ ম্যাগনিটিউড ভূমিকম্পে কেঁপে উঠেছে। আর এরপর থেকেই সুনামি সতর্কতা জারি হয়েছে আমেরিকা থেকে জাপানে। ইতিমধ্যেই, আমেরিকার আলাস্কাতে সুনামি আঘাত হেনেছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর।
আলাস্কা: রাশিয়ার পূর্ব কামচটকা প্রদেশ ৮.৮ ম্যাগনিটিউড ভূমিকম্পে কেঁপে উঠেছে। আর এরপর থেকেই সুনামি সতর্কতা জারি হয়েছে আমেরিকা থেকে জাপানে। ইতিমধ্যেই, আমেরিকার আলাস্কাতে সুনামি আঘাত হেনেছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। এরমধ্যেই, আমেরিকার আরও নানান স্থানে সতর্কতা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, হাওয়াই ছাড়াও আলাস্কার এলিওটিশিয়ান দ্বীপপুঞ্জ, ক্যালিফোর্নিয়ার উত্তর অঞ্চল চূড়ান্ত সতর্কতায় রয়েছে। আমেরিকার পশ্চিম উপকূল অঞ্চল অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।
সুনামির ভয়াল দাপটে ইতিমধ্যেই রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়ার সাখালিন অঞ্চল ভূমিকম্পের দাপটে অন্ধকারে ডুবে আছে।
advertisement
ইতিমধ্যেই জাপানের বেশকিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু হয়েছে।
advertisement
অন্যদিকে, রাশিয়ার আপৎকালীন মন্ত্রী সেগেই লেবেদেভ জানিয়েছেন, কামচটকার বিভিন্ন এলাকায় প্রায় ১৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। বাসিন্দাদের উপকূল থেকে নিরাপদ দুরত্বে সরে আসার কথা জানিয়েছেন তিনি।
advertisement
ইতিমধ্যেই জাপানের আবহাওয়া দফতর সুনামি সতর্কতা জারি করেছে, প্রশান্ত মহাসাগর উপকূলে ৩ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছিল। এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে প্রায় ৫০ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে জাপানের ইশিনোমাকি বন্দরে। গোটা এলাকা খালি করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এই সুনামি উসকে দিয়েছে ২০১১ সালের সুনামির ভয়াল স্মৃতি। তাই ইতিমধ্যেই ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
অন্যদিকে, প্রশান্ত মহাসাগরের উপরে থাকা হাওয়াই দ্বীপের বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। একইসঙ্গে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। এই ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির জেরে রাশিয়ার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। বহু মানুষ চোট আঘাত পেয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 12:43 PM IST