Transgender Man Gives Birth To Baby Girl: স্ত্রীর শরীরে সমস্যা! লিঙ্গ বদলে কন্যা সন্তানের জন্ম দিলেন ২৭ বছরের যুবক! বিরাট চমক!

Last Updated:

Transgender Man Gives Birth To Baby Girl: এই পুরুষের গল্প আপনাকে অবাক করবে! গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছে এই দম্পতিকে!

photo source collected
photo source collected
লন্ডন:  এই স্বামী স্ত্রী গল্প জানলে আপনি অবাক হয়ে যাবেন! গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছে এই দম্পতিকে। ২৭ বছরের ক্যালেব বোল্ডেন ও তাঁর স্ত্রী ২৫ বছরের নিয়াম বল্ডোন থাকেন ইংল্যান্ডে। এই দম্পতি নিজেদের সন্তানের জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন। জীবনে একটি সন্তান আনতে চেয়েছিলেন তাঁরা। তবে এই সন্তান আসার পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায় একটি ঘটনা। যা জানলে আপনি সত্যিই অবাক হবেন।
ক্যালেবের স্ত্রী বহুদিন ধরে চেষ্টা করেও সন্তান ধারণ করতে পারছিলেন না। বহুদিন ধরে ডাক্তার দেখিয়ে, ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। অবশেষে তাঁরা আইভিএফের কথা ভাবেন। কিন্তু তাতে যা খরচা এবং অনিশ্চয়তা আছে সে কথা ভেবে তাঁরা একেবারে অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নেন। যে সিদ্ধান্ত নিতে সত্যিই সাহস দরকার। কারণ ২০২৩ সাল হলেও সব জায়গাতেই সমাজের অনেক সমস্যা রয়েছে। ক্যালেব সিদ্ধান্ত নেন সন্তান ধারণ করবেন তিনি। কিন্তু তিনি ছেলে। কী করে সম্ভব!
advertisement
আরও পড়ুন:  হঠাৎ চোখ লাল, ক্রমাগত জল পড়ছে! জয়বাংলার মতোই মনে হলেও, ভয় ধরাচ্ছে এই রোগ! জানুন কী করবেন
advertisement
তখনই নিজের জেন্ডার বদলে ফেলার সিদ্ধান্ত নেন ক্যালেব। এবং ২৭ মাসের দীর্ঘ চিকিৎসার মাধ্যমে নিজের জেন্ডার বদলে ফেলেন তিনি। এর পর খোঁজেন স্পার্ম ডোনার। সেই মতো ডোনার পেয়ে যান। এবং ক্যালেব নিজের গর্ভে সন্তান ধারণ করেন। এই গোটা সময়টা ক্যালেব নিজেকে অনেক কিছু থেকেই দূরে সড়িয়ে রাখেন। যদিও ক্যালেবের পরিবার ও বন্ধুরা সব সময় পাশে থেকেছেন। তবে পুরুষ হয়ে জেন্ডার বদলে সন্তান গর্ভে ধারণ অনেকেই মেনে নিতে পারেননি সে সময়।
advertisement
আরও পড়ুন: 
এমনকি সন্তান জন্মের জন্য একেবারে আলাদা ঘর বুক করেন ক্যালেব। যাতে তাঁদের কেউ প্রশ্ন না করে। এর পর মে মাসে একটি কন্যা সন্তানের জন্ম দেন ক্যালেব। এই সাহসিকতার গল্প শুনে গোটা বিশ্ব চমকে যায়। ছেলে হয়ে গর্ভে সন্তান ধারণ করে সমাজের ধারনাই বদলে দেন তিনি। প্রথম থেকেই ট্রান্স জেন্ডার ছিলেন না ক্যালেব। তাই এই ঘটনা আরও অবাক করেছে সকলকে। সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চায় এই দম্পতি। সকলে তাঁদের প্রশংসাই করছেন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Transgender Man Gives Birth To Baby Girl: স্ত্রীর শরীরে সমস্যা! লিঙ্গ বদলে কন্যা সন্তানের জন্ম দিলেন ২৭ বছরের যুবক! বিরাট চমক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement