Explosion Rips Swiss Ski Resort: আল্পসের কোলে সুইৎজারল্যান্ডের স্কি রিসর্টে বর্ষবরণের রাতে বিস্ফোরণে ছিন্নভিন্ন পর্যটকরা, বাড়ছে হতাহতের সংখ্যা
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Explosion Rips Swiss Ski Resort:সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যাচাই না করা ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে একটি বারে আগুন জ্বলছে যেখানে বর্ষবরণের রাত উদযাপন করা হচ্ছিল৷
বার্ন : শীতের লম্বা ছুটিতে বড়দিনের পর নতুন বছরকে স্বাগত জানাতে এসে অকালে প্রাণ হারালেন পর্যটকরা৷ আহত বেশ কয়েক জন৷ বর্ষবরণের রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে সুইৎজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমে ক্রঁ মঁতানা শহরের৷ স্থানীয় অ্যালপাইন স্কি রিসর্টের বারে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান হতভাগ্য পর্যটকরা৷ স্থানীয় সময় অনুসারে বুধবার রাত ১.৩০ নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে) এই দুর্ঘটনা ঘটে৷
স্থানীয় প্রশাসন সূত্রে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, লো কঁস্তেলেশন বার পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য৷ সেখানেই বিস্ফোরণ হয়েছে৷ তবে বিস্ফোরণের কারণ এবং হতাহতের সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
A severe explosion in the ski town of Crans-Montana in #Switzerland:
the police report several dead and injured in an incident that broke out in the area of the New Year’s event.
Emergency forces are on site and an investigation has been opened to determine the cause of the… pic.twitter.com/iioVEjVP1q
— War & Political News (@Elly_Bar_News) January 1, 2026
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যাচাই না করা ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে একটি বারে আগুন জ্বলছে যেখানে বর্ষবরণের রাত উদযাপন করা হচ্ছিল৷ আতশবাজি থেকে বিস্ফোরণ এবং তার পর অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে৷
আরও পড়ুন : দুই বেগমের লড়াইয়ে ইতি, খালেদার মৃত্যুতে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ?
সুইৎজারল্যান্ডের রাজধানী বার্ন শহর থেকে গাড়িতে দু’ ঘণ্টা পাড়ির দূরত্বে আল্পস পাহাড়ের কোলে ক্রঁ মঁতানা খুবই নামী ও জনপ্রিয় স্কি রিসর্ট৷ শীতের ছুটিতে এখানে পর্যটকদের ভিড় উপচে পড়ে৷ ৮৭ মাইল দীর্ঘ পথের এই শহরটি ব্রিটিশ পর্যটকদের কাছে জনপ্রিয়। জানুয়ারির শেষে, এই রিসর্টে একটি গুরুত্বপূর্ণ স্পিড স্কিইং ইভেন্ট – FIS বিশ্বকাপ – আয়োজন করার কথা রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 01, 2026 12:46 PM IST









