Khaleda Zia Sheikh Hasina Battle: দুই বেগমের লড়াইয়ে ইতি, খালেদার মৃত্যুতে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৯৭৫ সালে সপরিবারে হত্যা করা হয় হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে৷ অন্যদিকে ১৯৮১ সালে খুন হন খালেদার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও একই ভাবে হত্যা করা হয়৷
শেখ হাসিনা আবার বাংলাদেশের ফিরতে পারবেন কি না, ফিরলেও তিনি ক্ষমতার শীর্ষে কোনও দিন ফিরবেন কি না, তা হয়তো ভবিষ্যতই বলবে৷ কিন্তু খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিকে এক নতুন সন্ধিক্ষণে এনে দাঁড় করালো৷ বাংলাদেশের রাজনীতি মানে গত কয়েক দশক ধরে হাসিনা-খালেদার লড়াইকেই বোঝাত৷ সেই লড়াইয়েই ইতি টানল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার মৃত্যু৷ শেষ হল বাংলাদেশের রাজনীতিতে দুই বেগমের লড়াই৷
বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা৷ খালেদার মৃত্যু এবং হাসিনার অনুপস্থিতিতে এবারই সম্ভবত তিন দশক পর কোনও পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ৷
খালেদার উত্তরসূরি হিসেবে বিএনপি-তে তাঁর পুত্র তারেক রহমানের নামই উঠে আসছে৷ শুধু তাই নয়, সম্ভবত বিএনপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও হতে চলেছেন ১৭ বছর পর বাংলাদেশে ফিরে আসা তারেক৷
advertisement
advertisement
গত তিন দশক ধরে বাংলাদেশের ভোট মানেই ছিল হাসিনা বনাম খালেদার লড়াই অথবা আওয়ামি লিগ- বিএনপি-র টক্কর৷ যখনই ক্ষমতায় এসেছেন, হাসিনা-খালেদা দু জনেই ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ৷
১৯৭৫ সালে সপরিবারে হত্যা করা হয় হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে৷ অন্যদিকে ১৯৮১ সালে খুন হন খালেদার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও একই ভাবে হত্যা করা হয়৷ কয়েক বছরের ব্যবধানে হলেও এই দুই ঘটনাই রাজনীতির দিকে ঠেলে দিয়েছিল হাসিনা এবং খালেদাকে৷ একদিকে ব্যক্তিগত শোক এবং প্রিয়জনকে হত্যার বদলা নেওয়ার জেদ, ক্ষমতার শীর্ষে যখনই বসেছেন, হাসিনা এবং খালেদার কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা গিয়েছে৷ যার প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনীতিতেও৷ গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা রাখা বাংলাদেশেও কার্যত একনায়কের মতোই দেশ পরিচালনার অভিযোগ উঠেছে হাসিনা-খালেদাদের বিরুদ্ধে৷
advertisement
১৯৯১ সাল থেকেই বাংলাদেশে ক্ষমতার শীর্ষে ঘুরিয়ে ফিরিয়ে থেকেছেন খালেদা এবং হাসিনা৷ গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার কোনও দেশে এই ধরনের নজির নেই৷ তবে রাজনৈতিক ভাবে শত্রুতে পরিণত হওয়ার আগে একবারই হাত মিলিয়েছিলেন খালেদা এবং হাসিন্দা৷ ১৯৮০-র দশকের শেষ দিকে সেনা শাসক হুসেইন মহম্মদ এরশাদকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে গণআন্দোলনের নেতৃত্ব দেন খালেদা এবং হাসিনা৷ কিন্তু ক্ষমতার অলিন্দে পা রাখার পর পরই খালেদা এবং হাসিনার সেই বন্ধৃত্বে দাড়ি পড়ে৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে খালেদা অথবা হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন প্রতিপক্ষকে গ্রেফতার অথবা বন্দি করেছেন নয়তো রাজনৈতিক নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করেছেন৷ যাতে রাজনৈতিক ভাবেই প্রতিপক্ষকে মুছে ফেলা যায়৷
advertisement
নিজেদের এই ব্যক্তিগত শত্রুতার একই ধরনের প্রভাব পড়েছে খালেদা এবং হাসিনার সন্তানদের উপরেও৷ হাসিনার ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন, খালেদা পুত্র তারেক বেছে নেন যুক্তরাজ্যকে৷ দু জনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগও উঠেছে৷
খালেদা পুত্র তারেক রহমানকে বিএনপি যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চলেছে, খালেদার মৃত্যুর পর তা একরকম নিশ্চিত৷ কিন্তু প্রশ্ন উঠছে, খালেদা-হাসিনা লড়াই শেষ হওয়ার পর ক্ষমতার শীর্ষে তাঁদের কোনও উত্তরসূরি এলেও কি বাংলাদেশের রাজনীতির ধারা বদল হবে? নাকি বেগমদের লড়াই শেষ হলেও তাঁদের দেখানো পথেই এগোবে বাংলাদেশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2025 12:58 PM IST









