Nobel in Physics 2021| জলবায়ু পরিবর্তন থেকে মহাবিশ্বের বিশৃঙ্খলা, পদার্থবিদ্যা নোবেল দিল এই ত্রয়ীকে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Nobel prize 2021| গত বছরও মহাবিশ্ব গবেষণাই পদার্থবিজ্ঞানে নোবেল জয় করেছিল।
#স্টকহোম: দুটি পৃথক গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী (Nobel in Physics 2021)। একদিকে পুরস্কৃত জাপানি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী সুকুরো মানাবে (Syukuro Manabe) এবং জার্মান বিজ্ঞানী ক্লাউজ হাসেলম্যান (Klaus Hasselmann)। পুরস্কৃত হলেন ইতালি ও বিজ্ঞানী জর্জিয়ো পারিসি (Giorgio Parisi)। নোবেল পুরস্কার কমিটির তরফ সে মঙ্গলবার স্পষ্ট জানানো হয় এ বছর দুটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটি হলো জলবায়ু ,অন্যটি গ্রহ-নক্ষত্রের ভৌত ব্যবস্থা। প্রথম বিষয়টি নিয়ে গবেষণা করেছেন মানাবে এবং হাসেলম্যান দ্বিতীয় বিষয়টি নিয়ে গবেষণা করেছেন ইতালিয়ান বিজ্ঞানী পারিসি।
দীর্ঘদিন ধরেই সুকুরো মানাবে এবং ক্লাউস হাসেলম্যান গ্রিন হাউস এফেক্ট নিয়ে কাজ করে চলেছেন। ১৯৬০-এর দশকেই গ্রিনহাউস এফেক্ট ঠিক কতটা ক্ষতি করতে চলেছে তা খাতায় কলমে বুঝিয়ে দিয়েছিলেন মানাবে। এদিকে হাসেলম্যান প্রায় অঙ্ক কষে দেখিয়ে দেন এই জলবায়ু পরিবর্তনের কারণ আসলে কী। পরিবেশ নিজে নিজেকে কতটা পরিবর্তন করে আর মনুষ্যসৃষ্ট নানা কারণে কতটা পরিবেশের পরিবর্তন হয়, বোঝা গিয়েছিল হাসেলম্যানের গবেষণা থেকে। নোবেল পুরস্কারের মূল্যের অর্ধেকটা দু'ভাগে ভাগ হবে তাঁদের মধ্যে।
advertisement
advertisement
বাকি অর্ধেকটা পাবেন জর্জিও পারিসি। রোমের সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানীর গবেষণা মহাবিশ্বকে বোঝার নতুন পথ খুলে দিয়েছে। মহাবিশ্বের যাবতীয় বস্তু অবিরত যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, তার কারণ, বিশৃঙ্খলার প্রকৃতিতে আলোকপাত করেছেন পারিসি। প্রসঙ্গত উল্লেখ্য গত বছরও মহাবিশ্ব গবেষণাই পদার্থবিজ্ঞানে নোবেল জয় করেছিল। কৃষ্ণগহ্বর সম্পর্কিত তথ্য আবিষ্কার করে পুরস্কৃত হয়েছিলেন রোজার পেনরোজ, রেইনহার্ড গেন্জেল ও আন্দ্রিয়া ঘেজ।
Location :
First Published :
October 06, 2021 10:08 AM IST