Noble Prize 2021 in Medicine: চা-কফি কেন গরম, বরফ কেন ঠাণ্ডা, অনুভূতির রহস্যভেদে এবার নোবেল চিকিৎসায়
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Noble Prize 2021 in Medicine: ডেভিড জুলিয়াস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অন্য দিকে ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ্ট রিসার্চ ইনস্টিটিউটের সেল বায়োলজিস্ট।
যন্ত্রণা হোক বা ঠান্ডা গরমের অনুভূতি , কী ভাবে ত্বক থেকে মস্তিষ্কে বার্তা পৌঁছে যায়, সেই রহস্য ভেদ করে এবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপুটিয়ান। ডেভিড জুলিয়াস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অন্য দিকে ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ্ট রিসার্চ ইনস্টিটিউটের সেল বায়োলজিস্ট।
সোমবার এই দুই পুরস্কার বিজেতার নাম ঘোষণা করে নোবেল কমিটির বিচারকমণ্ডলী বলে, এই দুই ব্যক্তিত্বের গবেষণা ঐতিহাসিক আবিষ্কার। ঠান্ডা হোক বা গরম, প্রতিটি অনুভূতি ত্বক থেকে কী ভাবে মস্তিষ্কে পৌঁছে যায় তা স্পষ্ট করে দিয়েছেন ওঁরা। আমাদের শরীরের বহিরঙ্গ অন্তরঙ্গের মধ্যে যোগাযোগ ঘটে চোখের পলকে। এর জন্য আমাদের খুব বেশি পরিশ্রম করতে হয় না। কোন স্নায়ু ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে এই প্রক্রিয়া সম্পন্ন করে তা এতদিন আমাদের খুব স্পষ্টভাবে জানা ছিল না।
advertisement
BREAKING NEWS: The 2021 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to David Julius and Ardem Patapoutian “for their discoveries of receptors for temperature and touch.” pic.twitter.com/gB2eL37IV7
— The Nobel Prize (@NobelPrize) October 4, 2021
advertisement
বিচারকমণ্ডলী তরফে আরও বলা হয়, ফরাসি দার্শনিক রেনে দেকার্ত প্রশ্ন তুলেছিলেন, কোন একটি বস্তু গরম না ঠান্ডা তা আমরা কী ভাবে নির্ধারণ করছি? সুদর্শন চিন্তা থেকেই উত্তর পাওয়া যায় কী ভাবে স্নায়ু কাজ করে।
advertisement
কিন্তু বিষয়টা পুরোপুরি স্পষ্ট ছিল না। কী ভাবে একটি অনুভূতি জৈব সংকেতে পরিণত হয় তা বোঝার চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। এই চলাচলের সূত্র খুঁজে বার করেছেন জুলিয়াস ও আর্ডেম।
বিশেষজ্ঞরা মনে করছেন যে কোন একটি চা কফির কাপ ঠান্ডা না গরম তা বুঝতে সাহায্য করছে একটি স্নায়ু। বিজ্ঞানীদের মত স্নায়ুর চিকিৎসায় এই আবিষ্কার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 12:02 PM IST
