আচমকাই ২২ হাজার ফুট নামল বিমান ! অক্সিজেন ব্যবস্থা বিকল, প্রাণ সঙ্কটে যাত্রীরা

রানওয়ে থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকল বিমানের ভিতরের অক্সিজেন ব্যবস্থা !

  • Last Updated :
  • Share this:

    #সিডনি: রানওয়ে থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকল বিমানের ভিতরের অক্সিজেন ব্যবস্থা ! সিলিং থেকে ঝুলে পড়ল অক্সিজেন মাস্কগুলি ৷ হাঁসফাঁস অবস্থা যাত্রী এবং বিমানকর্মীদের ৷ কেবিন প্রেশার হঠাৎ করে কমে যাওয়ায় ইন্দোনেশিয়া গামী এয়ার এশিয়ার বিমানকে ফের নামিয়ে আনা হয় পশ্চিম অস্ট্রেলিয়ার পারথ বিমানবন্দরে ৷

    বিমানসংস্থার পক্ষ থেকে বিষয়টিকে যদিও ‘যান্ত্রিক ত্রুটি’ বলে দায় এড়ানো হচ্ছে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়ার খবর, টেক অফের ২৫ মিনিটের মধ্যেই বিমানটি ৩২ হাজার ফুট উচ্চতা থেকে আচমকাই ১০ হাজার ফুটে নেমে আসে ৷ আর এর ফলেই সমস্যা দেখা দেয় ৷ বিমানের ভিতরে যাত্রীদের মধ্যে স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ অনেকেই অসুস্থ হয়ে পড়েন ৷ কয়েকজন যাত্রী বিমানের ভিতরেই আতঙ্কে পরিবারের লোকজনদের এসএমএস-হোয়াটসঅ্যাপ করতে থাকেন ৷ সেই মেসেজ পৌঁছবে না সেটা জেনেও ৷ এয়ার এশিয়া কর্তৃপক্ষ যদিও যাত্রীদের নিরাপত্তার বিষয়টাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূ্র্ণ এবং এটি সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির ঘটনা বলে দায় এড়াতে চেয়েছেন ৷

    ঘটনার পর আতঙ্কে যাত্রীরা ঘটনার পর আতঙ্কে যাত্রীরা
    First published:

    Tags: Air Asia, Oxygen Masks Dropped, Perth, Technical Issue