Thailand Incident: ‘নো মানি, নো হানি...,’ পটায়ার রাস্তায় ৫২ বছরের ভারতীয় পর্যটককে ফেলে মার!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রতিবেদন অনুসারে, ১৯ বছর বয়সি স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী ফংফোন উদ্ধারকর্মীদের জানিয়েছেন যে তিনি ওই ভারতীয়কে হাঁটার রাস্তার কাছে যেতে দেখেন৷
পটায়া: ‘নো মানি., নো হানি’৷ ফুটপাথে ফেলে ঘিরে এলোপাথাড়ি লাথি, মার৷ থাইল্যান্ডের পটায়ায় বেড়াতে গিয়ে ট্রান্সজেন্ডারদের হাতে বেধড়ক মার খেলেন বছর বাহান্নর এক ভারতীয় ব্যক্তি৷ গত ২৭ ডিসেম্বরের ঘটনা৷ গোটাটাই রেকর্ড হয়েছে স্থানীয় এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায়৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যৌন পরিষেবা নেওয়ার পরেও টাকা দিতে অস্বীকার করছিলেন ওই ব্যক্তি৷ তাতেই সমস্যা বাড়ে৷
ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে টাকা দেওয়া নিয়ে ঝগড়া বাঁধে ওই ব্যক্তির৷ সেই ব্যক্তি গাড়িতে উঠত গেলে ওই যৌনকর্মীর আরেক বন্ধু তাঁর পথ আটকায়৷ তারপর তিনজনে মিলে বেধড়ক মারধর করে ওই ব্যক্তিকে৷
advertisement
advertisement
প্রতিবেদন অনুসারে, ১৯ বছর বয়সি স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী ফংফোন উদ্ধারকর্মীদের জানিয়েছেন যে তিনি ওই ভারতীয়কে হাঁটার রাস্তার কাছে যেতে দেখেন৷ তারপর দেখেন এক ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সাথে তাঁর তর্ক হচ্ছে। প্রত্যক্ষদর্শীর মতে, তর্ক আরও বাড়লে মহিলাটি তখন তার বেশ কয়েকজন বন্ধুকে তাকে সাহায্য করার জন্য ডেকে পাঠান।
উদ্ধার এবং চিকিৎসা মনোযোগ
সাওয়াং বোরিবুন ধম্মাস্তান ফাউন্ডেশনের উদ্ধারকর্মীরা ভোর ৫:৩০ নাগাদ এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন। ঘটনায় ওই ব্যক্তির মুখ ও মাথার পিছনে গুরুতর আঘাত লেগেছিল৷ ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আরও চিকিৎসার জন্য পট্টমাকম হাসপাতালে স্থানান্তর করা হয়।
advertisement
পুলিশের প্রতিক্রিয়া
থাইগারের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ পরে উই লাভ পাতায়া ফেসবুক পেজে জানিয়েছে যে জাসুজা সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তাকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করা হবে। এরপর থাই আইন অনুযায়ী আরও তদন্ত করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 05, 2026 11:18 PM IST








