Bangladesh News: জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল...পুকুরে ঝাঁপ দিয়েও বাঁচা হল না! দীপু দাসের পরে বাংলাদেশে মৃত্যু খোকনের

Last Updated:

খোকন দাসের স্ত্রী সীমা দাস জানিয়েছেন, তাঁর স্বামী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন৷ উনি বলেন, ‘‘আমি জানি না কারা এটা করেছে৷ আমরা বিচার চাই৷ আমার স্বামী সাদাসিধে মানুষ ছিলেন৷ কারও কোনও ক্ষতি করেননি৷’’

News18
News18
ঢাকা: দীপু দাসের পরে খোকন দাস৷ পড়শি বাংলাদেশে ফের বলি সে দেশের আরেক সংখ্যালঘু নাগরিক৷ উন্মত্ত জনতা তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার পরে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন৷ তারপর গুরুতর বার্ন ইনজুরি নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে৷ হল না শেষরক্ষাচারদিনের লড়াই শেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বছর পঞ্চাশের খোকন৷
advertisement
গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের শরিয়তপুর জেলার তিলোই গ্রামে তাঁকে মারধর, কোপানোর পরে গায়ে আগুন লাগিয়ে দেয় স্থানীয় উন্মত্ত জনতা৷ খোকন স্থানীয় এলাকায় একটি ওষুধের দোকান চালাতেন৷ গত ৩১ ডিসেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি৷ পথে তাঁকে ঘিরে ধরে একদল লোক৷ চলে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানে হয়৷ তারপর গায়ে লাগিয়ে দেওয়া হয় আগুন৷ হামলার পরে অভিযুক্তেরা পালিয়ে যায়
advertisement
advertisement
প্রাথমিক ভাবে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছিলেন খোকন৷ তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজে৷
advertisement
খোকন দাসের স্ত্রী সীমা দাস জানিয়েছেন, তাঁর স্বামী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন৷ উনি বলেন, ‘‘আমি জানি না কারা এটা করেছে৷ আমরা বিচার চাই৷ আমার স্বামী সাদাসিধে মানুষ ছিলেন৷ কারও কোনও ক্ষতি করেননি৷’’
advertisement
খোকনের স্ত্রী বলছেন, অভিযুক্ত ২ জনকে শণাক্ত করেছেন অসুস্থ খোকন। সীমা আরও বলছেন, ‘পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে। আমি সরকারের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছি।’
বাংলাদেশের ছাত্রনেতা শরিফ ওসমান হাদির খুনের পর থেকে নতুন করে হিংসা ছড়িয়েছে বাংলাদেশে৷ হাদির মৃত্যুর পরের দিনই ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ময়মনসিংহের এক পশাক কারখানার শ্রমিক দীপু দাসকে পিটিয়ে হত্যা করা হয়৷  তারপর সড়কের ধারে থাকা একটি গাছে দীপু দাসের নগ্ন দেহ দড়ি দিয়ে টাঙিয়ে জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা৷সেই বীভৎস দৃশ্য ক্যামেরাবন্দি করে সেই সময়ে ওই গাছ ঘিরে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষ৷ ছড়িয়ে পড়ে সেই ভিডিও৷ দীপু দাসের সেই ভয়াবহ মৃত্যুর ঘটনায় শিউরে ওঠে এপার বাংলাও৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল...পুকুরে ঝাঁপ দিয়েও বাঁচা হল না! দীপু দাসের পরে বাংলাদেশে মৃত্যু খোকনের
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement