Bangladesh News: প্রথমে নির্যাতন, তারপর কেটে দেওয়া হল চুল! বাংলাদেশে ফের অত্যাচার, পৃথক ঘটনায় খুন আরও ১

Last Updated:

সম্প্রতি বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর থেকে বাংলাদেশে হিংসার পরিস্থিতি তৈরি হয়৷ দীপু দাসের হত্যা শিহরণ তৈরি করে সর্বত্র৷

News18
News18
ঢাকা: বাংলাদেশে ফের প্রকাশ্যে সংখ্যালঘু অত্যাচারের খবর৷ আবারও শিউরে ওঠার মতো ঘটনা৷ এক সংখ্যালঘু স্বামীহীনা মহিলাকে গণধর্ষণ করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হল গাছে৷ কেটে দেওয়া হল মাথার চুল৷ বাংলাদেশের কালিগঞ্জে ঘটনাটি ঘটেছে৷ বছর ৪০-এর ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন পুলিশে৷ অন্যদিকে, এদিনও সংখ্যালঘু হত্যার খবর এসেছে পড়শি দেশ থেকে৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, রানাপ্রতাপ বৈরাগী নামের এক সাংবাদিককে জশোরের কোপালিয়া বাজার এলাকার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে৷
গণধর্ষণের ঘটনাটি ঘটেছে কালিগঞ্জে। পুলিশকে দেওয়া নিজের অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন, শাহিন এবং তাঁর ভাইয়ের কাছ থেকে কালিগঞ্জে একটি দোতলা বাড়ি সহ জমি কিনেছিলেন তিনি৷ সেই বাড়ি কেনার পর থেকেই শাহিন নামের ওই ব্যক্তি তাঁকে নানা ভাবে হেনস্থা করতে থাকে বলে অভিযোগ৷ বারবার কুপ্রস্তাব দেয়৷ তিনি কুপ্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সমস্যা বাড়ে৷ এরপর সম্প্রতি তাঁর বাড়িতে এক আত্মীয় এসেছিল, সেই সময় শাহিন এবং তাঁর এক সহযোগী ওই মহিলার বাড়িতে জোর করে ঢুকে তাঁর গণধর্ষণ করে৷
advertisement
advertisement
এরপর তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তেরা৷ দিতে না পারায় তাঁর আত্মীয়েরও যৌন হেনস্থা করে তারা৷ তারপর ওই মহিলাকে গাছে ঝুলিয়ে তাঁর চুল কেটে দেয়৷ গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি News18Bangla)
advertisement
সম্প্রতি বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর থেকে বাংলাদেশে হিংসার পরিস্থিতি তৈরি হয়৷ দীপু দাসের হত্যা শিহরণ তৈরি করে সর্বত্র৷
তারপরে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের শরিয়তপুর জেলার তিলোই গ্রামে তাঁকে মারধর, কোপানোর পরে গায়ে আগুন লাগিয়ে দেয় স্থানীয় উন্মত্ত জনতা৷ খোকন স্থানীয় এলাকায় একটি ওষুধের দোকান চালাতেন৷ গত ৩১ ডিসেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি৷ পথে তাঁকে ঘিরে ধরে একদল লোক৷ চলে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানে হয়৷ তারপর গায়ে লাগিয়ে দেওয়া হয় আগুন৷ হামলার পরে অভিযুক্তেরা পালিয়ে যায়৷ প্রাথমিক ভাবে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছিলেন খোকন৷ তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজে৷ সেখানে গত শনিবার মৃত্যু হয় তাঁর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: প্রথমে নির্যাতন, তারপর কেটে দেওয়া হল চুল! বাংলাদেশে ফের অত্যাচার, পৃথক ঘটনায় খুন আরও ১
Next Article
advertisement
Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে 'ধাপ্পা', দাবি শুভেন্দুর
  • মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর৷

  • ১৭০০ কোটি টাকা খরচে রাজ্য সরকার তৈরি করবে সেতু, জানালেন মমতা৷

  • ভোটের আগে আরও একটা 'ধাপ্পা', কটাক্ষ শুভেন্দুর৷

VIEW MORE
advertisement
advertisement