Omicron Subvariant BA.2: আরও অনেক বেশি সংক্রামক ওমিক্রনের নতুন রূপ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা! জানুন

Last Updated:

বলা হয়েছে, ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর সংক্রামক এবং আসল স্ট্রেনের তুলনায় অনেকটাই বেশি কার্যকরী (Omicron Subvariant BA.2)।

Omicron Subvariant BA.2
Omicron Subvariant BA.2
#জেনেভা: করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের ঝোড়ো ব্যাটিং এখনও চলছে বিশ্বজুড়ে। অসম্ভব সংক্রামক এই স্ট্রেনের এবার আরও বেশি সংক্রামক এক সাব-ভ্যারিয়েন্টের (Omicron Subvariant BA.2) হদিশ মিলেছে পৃথিবীর আরও ৫৭টি দেশে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO)-এর তরফে এমনই আশঙ্কার কথা দাবি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর সংক্রামক এবং আসল স্ট্রেনের তুলনায় অনেকটাই বেশি কার্যকরী (Omicron Subvariant BA.2)। একাধিক গবেষণায় এমন তথ্যই হাতে পেয়েছেন গবেষকরা।
দক্ষিণ আফ্রিকায় দশ সপ্তাহ আগেই এর হদিশ মিলেছে বলে জানিয়েছে হু। ফলে ওমিক্রনের সংক্রমণের গতি যে চিন্তা বাড়িয়েছিল বিশেষজ্ঞদের, তা দ্বিগুণ করে তুলেছে ওমিক্রনের সাম্প্রতিকতম সংস্করণ বা ভ্যারিয়েন্ট। দক্ষিণ আফ্রিকায় মেলার পরই তা ছড়িয়ে পড়ে বাকি ৫৬টি দেশে। ধীরে ধীরে এর প্রসার আরও বাড়বে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, ওমিক্রনের 'সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট' হিসাবে পরিচিত 'BA.2'-এর সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়েও বেশি।
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে অনেকটাই কমল করোনা সংক্রমণের হার ও আক্রান্ত, তবে চিন্তা মৃত্যু!
হু জানিয়েছে, বিজ্ঞানীদের দাবি, আগে যদি কেউ মৃদু উপসর্গ সমেত ওমিক্রন আক্রান্ত হয়ে থাকেন, তা হলেও যে তিনি নিস্তার পাবেন তারও কোনও নিশ্চয়তা নেই। কারণ, তাঁর শরীরে ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি না থাকারই সম্ভাবনা বেশি। ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার করা এক নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। আমাদের দেশে যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে বেশিরভাগই এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। দিল্লি, গুজরাত, কর্ণাটক-সহ দেশের বিভিন্ন রাজ্যে দাপট এই সাব ভ্যারিয়েন্টের। আর ওমিক্রনের এই ভ্যারিয়েন্টটি কিন্তু সবথেকে বেশি সংক্রামক। এই নতুন সাবভ্যারিয়েন্টকে (Omicron Subvariant BA.2) শনাক্ত করাও বেশ মুশকিলের হয়ে পড়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোট আসবে-যাবে, করোনার সঙ্কটকালে অর্থনীতির শক্তিশালী সহায়তা প্রয়োজন: নির্মলা সীতারমন
বেশ কিছু গবেষণাতেও দেখা গিয়েছে যেখানে ওমিক্রনের BA.1 ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে ১০.৩ % সেখানে ওমিক্রন BA.2-তে আক্রান্ত হয়েছেন ১৩.৪%। একই পরিবারের একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই সাবভ্যারিয়েন্টে। যাঁদের কোভিড টিকার বুস্টার ডোজ সম্পন্ন তাঁরাও কিন্তু আক্রান্ত হয়েছেন এই ভ্যারিয়েন্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তরফে যেমন জানানো হয়েছে ভাইরাসের গতিবিধি নিয়ে সজাগ থাকতে হবে। সেই সঙ্গে নতুন এই ভ্যারিয়েন্টটিকে শনাক্তকরণের জন্য জিনোম সিকোয়েন্স পরীক্ষা করতে হবে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Omicron Subvariant BA.2: আরও অনেক বেশি সংক্রামক ওমিক্রনের নতুন রূপ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement