Gotabaya Rajapaksa Resignation: এবার প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে! রাজাপক্ষের পদত্যাগের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা

Last Updated:

Sri Lanka Emergency: বিক্ষোভকারীরা টেলিভিশন স্টেশনে প্রবেশ করে শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক রূপবাহিনী সম্প্রচার স্থগিত করে দেয়।

Sri Lanka Emergency
Sri Lanka Emergency
#কলম্বো: বিক্ষোভের মুখে পড়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষ দেশ ছেড়ে পালিয়েছেন! আর এই খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরেই সারা শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষের পর বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখল করে নেয়। কাঁদানে গ্যাসের শেল এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেছিল নিরাপত্তাবাহিনী, যদিও লাভ হয়নি কিছুই। বিক্ষোভকারীরা টেলিভিশন স্টেশনে প্রবেশ করে শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক রূপবাহিনী সম্প্রচার স্থগিত করে দেয়।
কলম্বোতে মার্কিন দূতাবাস দুই দিনের জন্য কনস্যুলার পরিষেবা স্থগিত করেছে। দূতাবাস ট্যুইট করে জানিয়েছে “প্রচুর সতর্কতার কারণে” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভ বাড়তে থাকায় দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
advertisement
বুধবার মলদ্বীপে পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজাপক্ষ। তিনি তাঁর স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে একটি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন। মলদ্বীপে পালিয়ে গিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষ পার্লামেন্টের স্পিকারকে ফোন করে জানিয়েছেন, আজই তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন।
advertisement
স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা একটি ভিডিও বিবৃতিতে বলেন, “রাষ্ট্রপতি ফোনে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যাতে তাঁর পদত্যাগপত্র আজই আমার কাছে গৃহীত হয়। আমি জনগণের কাছে আবেদন করছি সংসদীয় প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে। আমরা ২০ তারিখেই নতুন রাষ্ট্রপতি নিয়োগের কথা ভেবেছি, শান্তিপূর্ণ সহযোগিতা করুন।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Gotabaya Rajapaksa Resignation: এবার প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে! রাজাপক্ষের পদত্যাগের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement