Spy of China: চিনের চর...২০ বছর ধরে বসেছিল আমেরিকায়! ভারতীয় স্কলারকে এবার গ্রেফতার করল ট্রাম্প সরকার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হ্যালিগানের দাবি, ‘‘যে কোনও বৈদেশিক এবং আভ্যন্তরীণ বিষয় থেকে আমেরিকার মানুষকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য৷ যে অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে, তা সত্যি হলে বিষয়টি আমেরিকার মানুষের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নের সাথে জড়িত৷’’
ওয়াশিংটন: আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি রাখা এবং চিনা আধিকারিকদের সঙ্গে দেখা করার অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান স্কলার অ্যাশলে টেলিসকে৷ ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান তঁকে গ্রেফতার করেছে৷ অ্যাশলের বিরুদ্ধে বেআইনি ভাবে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত নথি রাখার অভিযোগ উঠেছে৷
সংবাদসংস্থা এএফপি-কর খবর অনুযায়ী, ১১ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়৷ ওইদিনই তাঁর রোমে যাওয়ার কথা ছিল৷
হ্যালিগানের দাবি, ‘‘যে কোনও বৈদেশিক এবং আভ্যন্তরীণ বিষয় থেকে আমেরিকার মানুষকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য৷ যে অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে, তা সত্যি হলে বিষয়টি আমেরিকার মানুষের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নের সাথে জড়িত৷’’
advertisement
advertisement
প্রায় ২০ বছর ধরে আমেরিকা প্রশাসনের উপদেষ্টার কাজ করে আসছেন টেলিস৷ এএফপি-র খবর অনুযায়ী, তিনি নাকি তাঁর বাড়িতে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত প্রায় ১০০০ পাতার টপ সিক্রেট, গোপন নথি বেআইনি ভাবে রেখে দিয়েছিলেন৷
অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর টেলিস আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে যান এবং সেখান থেকে মার্কিন বিমান প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত নথি প্রিন্ট করান৷ এরপরে ভার্জিনিয়া ফেয়ারফেক্সের একটি রেস্তোরাঁয় চিনা আধিকারিকের সঙ্গে দেখা করেন৷
advertisement
একটি ডিনার পার্টিতে টেলিস ম্যানিলা খাম নিয়ে ঢোকেন৷ কিন্তু, বেরনোর সময় তাঁর হাতে সেটি ছিল না৷ এছাড়া, দু’বার তাঁকে চিনা আধিকারিক গিফট ব্যাগ দিয়েছে বলেও জানা গিয়েছে৷
মার্কিন অ্যাটর্নি অফিসের এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে টেলিসের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ২৫০,০০০ ডলার জরিমানা, ১০০ ডলার বিশেষ মূল্যায়ন এবং জরিমানা হতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
October 15, 2025 9:21 AM IST