Sheikh Hasina: 'পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়' ফাঁসির সাজা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া দেশান্তরী হাসিনার

Last Updated:

সোমবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে! কিন্তু দেশান্তরী শেখ হাসিনা মৃত্যুদণ্ডকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন, তাঁর বিরুদ্ধে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই রায় ‘পক্ষপাতদুষ্ট’

শেখ হাসিনা মৃত্যুদণ্ডকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন, তাঁর বিরুদ্ধে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই রায়  ‘পক্ষপাতদুষ্ট’
শেখ হাসিনা মৃত্যুদণ্ডকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন, তাঁর বিরুদ্ধে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই রায় ‘পক্ষপাতদুষ্ট’
বাংলাদেশ: সোমবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে! কিন্তু দেশান্তরী শেখ হাসিনা মৃত্যুদণ্ডকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন, তাঁর বিরুদ্ধে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই রায় ‘পক্ষপাতদুষ্ট’।
আইসিটি-র রায় ঘোষণার পর হাসিনার প্রথম প্রতিক্রিয়া, ”এই রায় বেআইনি ও জালিয়াতিপূর্ণ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত যা একটি অনির্বাচিত সরকারের অধীনে পরিচালিত হচ্ছে।”
রায় ঘোষণার পর লিখিত বিবৃতি দিয়ে হাসিনা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনও প্রমাণ নেই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই রায় দেওয়া হয়েছে। ফাঁসির সাজাও প্রত্যাখ্যান করেছেন তিনি। হাসিনার কথায়, ” এই রায় অন্তর্বর্তিকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন মাত্র। বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লিগকে রাজনৈতিক ভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই–অগাস্টে ছাত্রদের আন্দোলন ও হিংসার ঘটনার সঙ্গে তাঁকে জড়িয়ে যে অভিযোগগুলি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং এই রায় ঘোষণার গোটা প্রক্রিয়ায় ন্যূনতম বিচারিক মানদণ্ডও মানা হয়নি… ”আমার বিরুদ্ধে যে দোষী সাব্যস্তের রায় দেওয়া হয়েছে, তা আগেই নির্ধারিত ছিল।”
advertisement
advertisement
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন, ”বিশ্বের কোনও প্রকৃতভাবে সম্মানিত বা পেশাদার বিচারক বাংলাদেশ আইসিটিকে সমর্থন করবেন না।” হাসিনা ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ” সরকার নিজের ব্যর্থতা আড়াল করতে বিচারব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।” তাঁর দাবি, ইউনুসের অধীনে বাংলাদেশ ”অরাজক, সহিংস এবং সামাজিকভাবে পিছিয়ে পড়েছে।”
advertisement
শেখ হাসিনার অভিযোগ, তাঁকে নিজের আইনজীবীর দল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এমনকি নিজের পক্ষে প্রমাণ উপস্থাপন করতেও দেওয়া হয়নি। তিনি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মামলাটি যেন আন্তর্জাতিক ক্রাইম কোর্টে তোলা হয়। তাঁর বক্তব্য, ”আমি কোনও সঠিক ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি হতে ভয় পাই না, যেখানে প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা ও পরীক্ষা করা হবে।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sheikh Hasina: 'পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়' ফাঁসির সাজা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া দেশান্তরী হাসিনার
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement