Sheikh Hasina property: চাকরই তিনশো কোটির মালিক, থাকেন আমেরিকায়! হাসিনার নিজের সম্পত্তির পরিমাণ কত?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনার সরকারি বাসভবনে কর্মরত ওই পরিচারকের নাম জাহাঙ্গির আলম৷
ঢাকা: শেখ হাসিনা এবং তাঁর গদিচ্যুত সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের অন্যতম ক্ষোভের কারণ ছিল দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া৷ শুধু সরকারে থাকা হাসিনার মন্ত্রী অথবা দলের সাংসদ, নেতারাই নন৷ খোদ পদত্যাগী প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে ক্ষমতায় থেকে গোটা বিশ্বজুড়ে বিপুল সম্পত্তি তৈরি করার অভিযোগ তুলেছে বিরোধীরা৷ তবে এসব কিছুকেই ছাপিয়ে গিয়েছিল শেখ হাসিনার এক পরিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ৷
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনার সরকারি বাসভবনে কর্মরত ওই পরিচারকের নাম জাহাঙ্গির আলম৷ অভিযোগ, তাঁর সম্পত্তির পরিমাণ নাকি ২৮৪ কোটি টাকা৷ যা খোদ হাসিনার ঘোষিত সম্পত্তির থেকেও অনেক অনেক বেশি৷ ফলে, আলমের বেহিসেবি সম্পত্তির পরিমাণ সামনে আসার পর হাসিনার দিকেই আঙুল তোলেন বিরোধীরা৷ এই অভিযোগ ওঠার পরে খোদ হাসিনাই তাঁর ওই পরিচারকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন৷
advertisement
advertisement
২০২৪ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ ছিল ৩.১৪ কোটি টাকা৷ বাংলাদেশি টাকায় যা ৪.৩৬ কোটির সমান৷ মূলত কৃষি জমি এবং মৎস্য চাষ থেকেই তাঁর উপার্জন হয় বলে হলফনামায় জানিয়েছিলেন হাসিনা৷ এর পাশাপাশি একটি উপহার পাওয়া গাড়ির মালিক তিনি৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বছরে ৯ লক্ষ ৯২ হাজার ৯৯২ টাকা বেতন পেতেন হাসিনা৷
advertisement
যদিও হাসিনার সম্পত্তির পরিমাণ এর থেকে অনেক বেশি বলেই অভিযোগ বিরোধীদের৷ বাংলাদেশে অস্থিরতার মধ্যেই হাসিনার সম্পত্তির পরিমাণ এখনও অন্যতম চর্চার বিষয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2024 10:17 AM IST