Russia vs US Conflict: রাশিয়াকে চাপে ফেলতে গিয়ে ভয়ঙ্কর ফাঁদে ট্রাম্প! রুশ গর্জনে ভয়ে থরথর করে কাঁপছেন মার্কিন প্রেসিডেন্ট! কী হবে এবার...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Russia vs US Conflict: মাত্র ৪৮ ঘণ্টায় রাশিয়া-আমেরিকার সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্পের হুঁশিয়ারিতে রাশিয়া INF চুক্তি বাতিল করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তরিঘরি বিশেষ সিদ্ধান্ত নিল আমেরিকা, বিস্তারিত জানুন...
মস্কো: ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে সোশ্যাল মিডিয়াতে শুরু হওয়া উত্তেজনা এখন বাস্তব দৃশ্যে পরিণত হয়েছে। যখন আমেরিকা তার নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করে রাশিয়াকে বার্তা দিচ্ছে, তখন রাশিয়া তার উত্তরে রণপ্রস্তুতি নিচ্ছে—এবার পরপরভাবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ট্রাম্পের অবস্থান কঠিন করে তুলেছে।
রাশিয়া ও ইউক্রেনের সামরিক সংঘর্ষ থেকে বিষয়টি ধীরে ধীরে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সরাসরি উত্তেজনায় রূপ নিচ্ছে। আমেরিকা রাশিয়ার উপর সরাসরি চাপ সৃষ্টি করছে, আর রাশিয়ার প্রতিক্রিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি প্রকাশ হচ্ছে। সুপারপাওয়ার হিসেবে আমেরিকার প্রভাব দেখানো হচ্ছে, কিন্তু রাশিয়াও এমন পরিস্থিতিতে পিছিয়ে থাকতে রাজি নয়। ট্রাম্প ও আমেরিকা, যারা নিজেকে নিরস্ত্রতার পূর্বসূরী বলে দাবি করেন, তারাই এখন ভয়েস ডিপ্লোমেসি ও শক্তির মধ্যে ফাঁদে পড়েছেন।
advertisement
advertisement
রাশিয়া ঘোষণা করেছে যে তারা INF (Intermediate‑Range Nuclear Forces) চুক্তির প্রতিপালন বন্ধ করবে এবং ৫০০ থেকে ৫৫০০ কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র পুনরায় মোতায়েন করবে। এই সিদ্ধান্ত জানানো হয় একদম ট্রাম্পের নির্দেশের পরই, যেখানে আমেরিকা দুটি নিউক্লিয়ার সাবমেরিন গুরুত্বপূর্ণ এলাকায় পাঠায়।
advertisement
দিমিত্রি মেদভেদেভ সোশ্যাল মিডিয়ায় বলেন, “নাটো দেশগুলোর ভীতি ও হুমকির কারণে রাশিয়া অবশেষে INF চুক্তি পরিত্যাগ করছে। আমরা প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপও গ্রহণ করব।”
১৯৮৭ সালে মার্কিন প্রেসিডেন্ট রনাল্ড রেগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচোভের মধ্যে স্বাক্ষরিত INF চুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে ৫০০‑৫৫০০ কিমি পর্যন্ত দূরত্বে আঘাত করতে সক্ষম মিসাইল নিষিদ্ধ করা হয়।
advertisement
সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর আমেরিকা তার মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মকর্তা স্টিভ উইটকফকে রাশিয়ায় পাঠাচ্ছে। ট্রাম্প নিজে সংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন এবং ক্রেমলিনও জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে উইটকফ রাশিয়ায় পৌঁছাবেন এবং আমেরিকার অবস্থান রাশিয়ার কাছে উপস্থাপন করবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 5:10 PM IST