Royal Enfield in Bangladesh: ভারতের থেকেও দু-গুণ বেশি দাম! বাংলাদেশে কী এমন বিক্রি শুরু হল, রাত জেগে লাইনে মানুষ

Last Updated:

Royal Enfield in Bangladesh: মঙ্গলবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে দেখা গেছে ক্রেতাদের লাইন।

দীর্ঘ লাইন!
দীর্ঘ লাইন!
ঢাকা: আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সোমবার বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে রয়্যাল এনফিল্ড। মোটরসাইকেলগুলো দাম রাখা হয়েছে ৩ লাখ ৪০ থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে। মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং শুরু হয়েছে মঙ্গলবার সকাল ১০টা থেকে। এই লঞ্চ নিয়ে বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। প্রথম দিন থেকেই মোটরসাইকেল বুক করতে শো রুমের সামনে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। তবে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বিক্রি হবে ভারতের প্রায় দ্বিগুণ দামে।
মঙ্গলবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে দেখা গেছে ক্রেতাদের লাইন। সবার অপেক্ষা অতি কাঙ্ক্ষিত মোটরসাইকেল দেখা ও প্রি-বুকিং দেওয়া। শোরুমের ভেতরেও প্রি-বুকিং নিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। এখন পর্যন্ত কী পরিমাণ মোটরসাইকেল প্রি-বুকিং হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেডের কর্মকর্তারা।
advertisement
advertisement
ইফাদ মোটরস লিমিটেডের রয়্যাল এনফিল্ড বিভাগের হেড অফ বিজনেস মমিনুর রহমান তানভীর জানান, বাজারে হান্টার মডেলের দাম শুরু হয়েছে তিন লাখ ৪০ হাজার টাকা থেকে, ক্লাসিক মডেলের দাম শুরু হয়েছে চার লাখ ৫ হাজার টাকা থেকে, বুলেট মডেলের দাম শুরু হয়েছে চার লাখ ১০ হাজার টাকা থেকে এবং মিটিয়র মডেলের দাম শুরু হয়েছে চার লাখ ৩৫ হাজার টাকা থেকে।
advertisement
বাংলাদেশে মোটরসাইকেল আমদানিতে ইঞ্জিনের ক্ষমতার ওপর বিধিনিষেধ জারি ছিল দীর্ঘদিন। সেদেশে ১৬৪ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে সেই বিধি শিথিল করে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দেয় তৎকালীন শেখ হাসিনা সরকার। তার পর থেকেই বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মোটরসাইকেলপ্রেমীরা। সোমবার শেষ হল সেই অপেক্ষা।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Royal Enfield in Bangladesh: ভারতের থেকেও দু-গুণ বেশি দাম! বাংলাদেশে কী এমন বিক্রি শুরু হল, রাত জেগে লাইনে মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement