Zombie Drug: দৃষ্টি ঘোলাটে, গায়ের চামড়া থেকে উঠে আসছে নুন ছাল, সঙ্গে অদ্ভুত আচরণ, এ কী রোগ? Zombie আতঙ্কে তটস্থ আমেরিকা!

Last Updated:

এই ওষুধ খেয়ে প্রবল ঘুমভাব, রেসপিরেটরি ডিপ্রেশনের শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। সেটা থেকেই তৈরি হচ্ছে 'zombie like effect'.

আমেরিকা: দিব্যি বেঁচে বর্তে থাকা একটা মানুষ হঠাৎ করেই হয়ে যাচ্ছে zombie। রাস্তাঘাটে অদ্ভুত আচরণ, নিজের গা থেকেই ছিঁড়ে তুলছে নুন ছাল। দেখলে গা শিউরে উঠবে। আমেরিকায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমন একাধিক ভিডিও। মনে মনে ভাবছেন, ধুস, সব ভিডিয়োই বোধহয় ভুয়ো। কিন্তু, না, মোটেও তা নয়। এই সব ভিডিওই আসলে সত্যিই। লোকজন বলাবলি করতে শুরু করেছেন, তবে কি সত্যি সত্যিই কোনও 'zombie' ভাইরাস চলে এল এবার?
২০১৬ সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান সিনেমা 'ট্রেন টু বুসান'-এর কথা মনে আছে? সম্প্রতি আমেরিকায় ভাইরাল হওয়া এই ভিডিওগুলি দেখে মনে হচ্ছে, সেই সিনেমার দৃশ্যই যেন বাস্তবের মাটিতে নেমে এসেছে। দেখুন একবার মেয়েটি কেমন করছে...
advertisement
advertisement
বিজ্ঞানীরা বলছেন, কোনও 'zombie' ভাইরাস নয়, এর পিছনে রয়েছে 'zombie drug'। সাধারণত, পশুপাখির চিকিৎসায় ব্যবহৃত হয় এই জাইলাজিন (Xylazine) ওষুধ। কিন্তু, মানুষ খেলেই বিপদ। তবে কে শুনছে কার কথা! এই ওষুধ খেয়ে নেশার ঘোরে চলে যাচ্ছেন অনেক মাদকাসক্ত ব্যক্তিই। মার্কিন বাজারে এই ওষুধের নাম হয়েছে 'zombie drug'।
আরও পড়ুন: পায়ে দেড় লাখের চপ্পল, পরনে ৮০ হাজারের জিন্স, জেলের ভিতরেই এলাহী ব্যবস্থা! ভাইরাল সিসিটিভি ফুটেজ
এই ওষুধ খেয়ে প্রবল ঘুমভাব, রেসপিরেটরি ডিপ্রেশনের শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। সেটা থেকেই তৈরি হচ্ছে 'zombie like effect'. এখানেই শেষ নয়, এই ওষুধ বেশি খেলে গায়ের নুন ছালও উঠতে শুরু করছে। এই ওষুধের ওভারডোজে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Zombie Drug: দৃষ্টি ঘোলাটে, গায়ের চামড়া থেকে উঠে আসছে নুন ছাল, সঙ্গে অদ্ভুত আচরণ, এ কী রোগ? Zombie আতঙ্কে তটস্থ আমেরিকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement