Sukesh Chandrasekhar || conman: পায়ে দেড় লাখের চপ্পল, পরনে ৮০ হাজারের জিন্স, জেলের ভিতরেই এলাহী ব্যবস্থা! ভাইরাল সিসিটিভি ফুটেজ
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নিজের বিলাসবহুল জীবনযাত্রার খরচ তোলার জন্য ওই ব্য়বসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিত এই সুকেশ। সেই টাকা দিয়ে জ্যাকলিন ও তার পরিবারের সদস্যদের বহু নামী দামি জিনিস কিনে দিয়েছিল এই সুকেশ।
নয়াদিল্লি: পায়ে দেড় লাখ টাকার চপ্পল। ৮০ হাজার টাকার তিন তিনটে জিন্স, সঙ্গে আরও নানা বিলাসবহুল সামগ্রী। দেখলে কে বলবে, এটা কোনও কোটিপতির ঘর নয়, আসলে জেল-এর সেল। দেশের অন্যতম বড় প্রতারণা কাণ্ডে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের জেল-এর সেল-এ আর যা যা মিলল, তাতে চোখ কপালে উঠল পুলিশেরই।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল মান্ডোলি জেলের এই সিসিটিভি ফুটেজ। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সুকেশের জেলের সেল-এর ভিতরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন জেলের আধিকারিকেরা। আর সেই সেল-এরই এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন সুকেশ।
যদিও এই সিসিটিভি ফুটেজ কী ভাবে জেলের ভিতর থেকে বাইরে বেরল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
#WATCH | Luxury items found in conman Sukesh Chandrasekhar’s jail cell. CCTV visuals from Mandoli jail shared by sources show Sukesh after raids caught items in his jail cell.
(Source: Mandoli Jail Administration) pic.twitter.com/Fr77ZAsGbF — ANI (@ANI) February 23, 2023
advertisement
দেশের এক নামী ব্যবসায়িক সংস্থার মালিক ও তাঁর স্ত্রীয়ের কাছ থেকে ২১৭ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে এই সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুকেশের। সেই কারণে, এই মামলায় জ্যাকলিনকেও একাধিক বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা। সম্প্রতি, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছাও জানিয়েছিলেন সুকেশ।
advertisement
সূত্রের খবর, নিজের বিলাসবহুল জীবনযাত্রার খরচ তোলার জন্য ওই ব্য়বসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিত এই সুকেশ। সেই টাকা দিয়ে জ্যাকলিন ও তার পরিবারের সদস্যদের বহু নামী দামি জিনিস কিনে দিয়েছিল এই সুকেশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
February 23, 2023 1:39 PM IST