সোশ্যাল মিডিয়ায় মোদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, র‍্যাব ডেকে পাঠানোয় ক্ষমা চাইলেন নোবেল

Last Updated:

RAB ডেকে পাঠায় নোবেলকে ৷ সেখানে সোশ্যাল মিডিয়ায় এমন কাজের কারণ জানতে চাওয়া হলে, বাংলাদেশি এই গায়ক বলেন, সবটাই নাকি মার্কেটিং পলিসি

#ঢাকা: কখনও সোশ্যাল মিডিয়ায় সহশিল্পীর সঙ্গে অশ্লীল বচসা, কখনও আবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য ৷ গানের থেকে বিতর্ক নিয়ে খবরের শিরোনামে থাকাটা অভ্যস্ত করে ফেলেছেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশের গায়ক নোবেল ৷
তবে এবার মোদিকে নিয়ে অশালীন পোস্টের জেরে সরাসরি বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা RAB ডেকে পাঠায় গায়ক মইনুল হাসান নোবেল ৷ বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা RAB। সেখান থেকে ফিরেই তড়িঘড়ি ভিডিওবার্তায় ক্ষমা চান নোবেল ৷ তবে তাঁর এই কাজের কারণ হিসেবে তিনি যা বলেছেন তা জানলে চমকে উঠবেন ৷
advertisement
বিতর্ক নিয়েই বারবার লাইমলাইটে আসা নোবেল সম্প্রতি ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চা-ওয়ালা বলে সম্বোধন করে অশালীন কিছু মন্তব্য করেন ৷ বাংলাদেশি গায়কের এহেন পোস্টের পরেই দু-দেশের নেটিজেনদের মধ্যেই চাঞ্চল্য দেখা যায় ৷ সোশ্যাল মিডিয়ায় ওঠে তুমুল সমালোচনার ঝড় ৷ এর মাঝেই RAB ডেকে পাঠায় নোবেলকে ৷ সেখানে সোশ্যাল মিডিয়ায় এমন কাজের কারণ জানতে চাওয়া হলে, বাংলাদেশি এই গায়ক বলেন, সবটাই নাকি মার্কেটিং পলিসি ৷ আসলে নোবেল তাঁর নতুন গান তামাশা-এর প্রচারের জন্যই নাকি এমন কাণ্ড ঘটিয়েছেন ৷
advertisement
advertisement
র‍্যাব -এর অফিস থেকে ফিরে ফেসবুক থেকে বিতর্কিত পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেন ৷ যাতে ইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি মনে হয় বেশি বেশি করে ফেলেছি। মানুষ আমার ওপরে ক্ষিপ্ত অবস্থায় আছেন। সে জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত। আমি যা কিছু করেছি আমার গানের প্রচারের জন্য করেছি। তারপরও কেউ কষ্ট পেলে আমাকে সবাই ক্ষমা করবেন।’
advertisement
সোশ্যাল মিডিয়ায় নোবেলের পোস্ট নিয়ে বিতর্ক এই প্রথম নয় ৷ এর আগেও সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার তাহসিনেশনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন ৷ একে অপরের বিরুদ্ধে কুৎসাপূর্ণ একের পর এক পোস্ট দিয়েছিলেব সেবারও ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সোশ্যাল মিডিয়ায় মোদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, র‍্যাব ডেকে পাঠানোয় ক্ষমা চাইলেন নোবেল
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement