Putin Disease: পুতিনের ক্যানসার হয়েছে? ‘আর বেশিদিন বাঁচবে না...,’ সবার সামনে কেন এমন বললেন জেলেনস্কি? ওঁরা কি সব জানে?

Last Updated:

এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রঁ একটি বৈঠক করেন৷ বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধান জানান, পুতিন যতদিন ক্ষমতায় রয়েছে, আমেরিকার উচিত নিজেকে কড়া অবস্থানে রাখা৷

News18
News18
ইউক্রেন: গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ খুব তাড়াতাড়িই মৃত্যু হবে তাঁর৷ এবার একেবারে পশ্চিমি সংবাদমাধ্যমের সামনেই এমন দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ কিন্তু, জেলেনস্কির কথায় কতটা সত্যতা রয়েছে? নাকি কোনও ঘৃণাবোধ থেকে বলেছেন৷ শান্তি প্র্রক্রিয়ার মাঝেও সম্প্রতি ইউক্রেনের উপরে আঘাত আরও জোরদার করেছে রাশিয়া৷ এদিন পুতিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে দ্য সান’কে জেলেনস্কি জানিয়েছেন, ‘‘এটা সত্যি কথা, যে পুতিন খুব তাড়াতাড়িই মারা যাবেন৷’’
ফোলা ফোলা মুখ, কাঁপা হাত৷ পুতিনের শরীরের দেখা দেওয়া এমন নানা লক্ষণ ঘিরে ইতিমধ্যেই তাঁর শরীর স্বাস্থ্য ঘিরে জল্পনা শুরু হয়েছে৷ গত বছরের নভেম্বরে দীর্ঘ ১৩ দিন সংবাদমাধ্যম, বৈঠক, সরকারি কাজকর্ম সব কিছু থেকেই সরে গিয়েছিলেন পুতিন৷ তাঁর স্বাস্থ্যের অবস্থা ঘিরে সংশয় দেখা দিয়েছিল৷ সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছিল পুতিনের প্রি রেকর্ডেড ভিডিও৷
advertisement
যদিও পরে রাশিয়া প্রশাসনের তরফে দাবি করা হয় , রুটিন চেক আপ চলছিল ৭২ বছরের রুশ প্রেসিডেন্টের৷ গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলছে পুতিনের শরীরে ক্যানসার দানা বেঁধেছে৷ কে্উ কেউ আবার বলেছেন উনি পার্কিনসনস ডিসিসের শুরুর দিকে রয়েছেন৷ তাঁর সমস্ত সফরে তাঁর সঙ্গে যে চিকিৎসক থাকেন, তিনি একজন ক্যানসার বিশেষজ্ঞ বলেই জানা গিয়েছে৷ যদিওএই কোনও জল্পনারই কোনও অফিশিয়াল সারবত্তা প্রমাণিত হয়নি৷
advertisement
advertisement
এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রঁ একটি বৈঠক করেন৷ বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধান জানান, পুতিন যতদিন ক্ষমতায় রয়েছে, আমেরিকার উচিত নিজেকে কড়া অবস্থানে রাখা৷
ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির উদ্দেশ্য সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় দু’ঘণ্টা কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ দু’দেশের মধ্যে যাতে শান্তি পরিস্থিতি তৈরি হয়, সে বিষয়ে সচেষ্ট হয়েছেন তিনি৷
advertisement
ঙ্গলবার রাতে ইউক্রেনে ১১৭টি হামলা সহ চলমান রাশিয়ান আক্রমণ সত্ত্বেও, জেলেনস্কি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দেবে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Putin Disease: পুতিনের ক্যানসার হয়েছে? ‘আর বেশিদিন বাঁচবে না...,’ সবার সামনে কেন এমন বললেন জেলেনস্কি? ওঁরা কি সব জানে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement