Salman Khan Disease: যন্ত্রণায় কুঁকড়ে যেতেন সলমন...মরে যেতে ইচ্ছে করতো! এমন বিরল রোগ...১০০০০০ এর মধ্যে ১২ জনের হয়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সলমন খান এমন একজন স্টার যাঁর ফ্যানেরা তাঁর প্রতি মনে হয় সবচেয়ে বেশি কমিটেড৷ কিন্তু, তাঁর সেই ফ্যানেদেরও অনেকে জানেন না যে, সলমন খান অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বিরল রোগে আক্রান্ত ছিলেন৷
advertisement
advertisement
২০০৭ সালে 'পার্টনার' সিনেমার শুটিংয়ের সময় সালমান খান প্রথম এই রোগের লক্ষণ অনুভব করতে শুরু করেন। তারপরের বছরগুলো টানা তাঁকে এই মারণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে৷ এই রোগে এত বীভৎস যন্ত্রণা হয় যে এই রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি৷ সেই কারণে এই রোগকে ‘সুইসাইড ডিসিস’ও বলা হয়৷
advertisement
advertisement
advertisement
কখনও কখনও ব্যথার ঝাঁকুনি এবং কখনও কখনও জ্বালাপোড়ার মতো অনুভূতি হয়৷ হঠাৎ করেই মুখের একপাশে তীব্র ব্যথা হতে শুরু করে। এই ব্যথা চিবানো, কথা বলা বা মুখ স্পর্শ করার মতো স্বাভাবিক ক্রিয়াকলাপের কারণেও হতে পারে। ব্যথা তীব্র, শক দেওয়ার মতো (যেমন বৈদ্যুতিক শক) অথবা জ্বালাপোড়ার মতো হতে পারে। এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এবং বারবার ঘটতে পারে। সলমন বলেছিলেন, ব্যথাটা এমন যেন মুখে একটানা কেউ ঘুষি মেরে চলেছে।
advertisement
জার্নাল অফ হেডেক অ্যান্ড পেইন-এ প্রকাশিত একটি গবেষণা অনুসারে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া প্রতি বছর ১০০,০০০ জনের মধ্যে প্রায় ১২ জনকে প্রভাবিত করে, যার বেশিরভাগ ক্ষেত্রেই ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তবে, অল্পবয়সী ব্যক্তি এমনকি শিশুদেরও এই রোগ হতে পারে, যা প্রায়শই ভুল রোগ নির্ণয়ের দিকে পরিচালিত করে।
advertisement
advertisement