Putin on India: চিনে দাঁড়িয়েও ভারতকে ‘আগলাচ্ছেন’! পুতিনের তোপ, ‘এভাবে কথা বলা যায় না...,’ নাম না করে ট্রাম্পকে শোনালেন কথা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুতিনের বক্তব্যের অনুবাদ করলে জানা যায়, ‘‘প্রায় ১০৫ কোটি মানুষের ভারত, কিংবা চিন, শক্তিশালী অর্থনীতির দেশ৷ কিন্তু, তাঁদেরও তো নিজস্ব অন্তর্বর্তী রাজনীতি এবং আইন রয়েছে৷’’
মস্কো: ট্রাম্পের ট্যারিফের মুখে দাঁড়িয়ে রাশিয়ার পুতিনকে পাশে পাওয়া৷ তাহলে কি ক্ষমতা এবং কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের সূচকে পরিবর্তন আসছে! চার দিনের চিন সফরে থাকাকালীন সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে রাশিয়া যে সমস্ত কথা ভারত এবং চিন সম্পর্কে বললেন, তা নিঃসন্দেহে ট্রাম্পের কাছে উল্লেখযোগ্য বার্তা৷
ট্রাম্প বা আমেরিকার নাম না নিয়েও সে দেশের চাপানো ট্যারিফ প্রসঙ্গে পুতিন বলেন, চিন বা ভারত অর্থনৈতিক ভাবে অত্যন্ত শক্তিশালী দু’টো দেশ৷ তাদের নিজস্ব ঘরোয়া রাজনৈতিক সমীকরণ আছে আইন আছে৷ তাদের সঙ্গে ‘এই ভাবে’ কথা বলা যায় না৷
পুতিনের বক্তব্যের অনুবাদ করলে জানা যায়, ‘‘প্রায় ১০৫ কোটি মানুষের ভারত, কিংবা চিন, শক্তিশালী অর্থনীতির দেশ৷ কিন্তু, তাঁদেরও তো নিজস্ব অন্তর্বর্তী রাজনীতি এবং আইন রয়েছে৷’’
advertisement
advertisement
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘‘যখন কেউ বলছে, তারা তোমায় শাস্তি দেবে, তাদেরও এটা বোঝা উচিত, এই বিষয়টা ওই সমস্ত দেশের রাষ্ট্রনেতাদের উপরে কী প্রতিক্রিয়া সৃষ্টি করবে? এগুলো সব বড় দেশ, তাদেরও একটা কঠিন ইতিহাস রয়েছে, আপনাকে বুঝতে হবে, ওঁরা যদি একজনও এর মুখে দাঁড়িয়ে দুর্বলতা দেখান, তাহলে তাঁদের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে৷’’
advertisement
পুতিন বলেন, ‘‘তাই এই বিষয়টা তাঁদের ব্যবহারের উপরেও প্রভাব ফেলবে৷ নিজের কূটনৈতিক সঙ্গীদের সঙ্গে এই ভাবে কথা বলা যায় না৷ শেষ পর্যন্ত সবকিছুই ঠিক হয়ে যায়৷ যা হওয়ার হয়ে যায়৷ কিন্তু, রাজনৈতিক কথাবার্তা আর বেশিদূর এগোয় না৷’’
advertisement
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ-ও বলেন, বিশ্বে একনায়কতন্ত্র চলতে পারে না৷ এখানে কোনও একজন ব্যক্তিই হোমড়া চোমড়া নয়৷ এটা একটা ‘মাল্টিপোলার’ সিস্টেম৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 04, 2025 11:35 AM IST