Russia vs North Korea: চেয়ার...চেয়ারের হাতল, জলের গ্লাস..সব ঘষে ঘষে মুছছে! কী এমন রয়েছে? কিম জং উন-কে নিয়ে ফের রহস্য

Last Updated:

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন কিম জং উনের চেয়ার, চেয়ারের হাতল পরিষ্কার করছেন৷ অন্যজন, তাঁর জলের গ্লাস,ট্রে সব সরিয়ে নিয়ে যাচ্ছেন৷ এমনকি, পাশের টেবিল পর্যন্ত পরিষ্কার করে মুছে দেওয়া হচ্ছে, যাতে কিচ্ছুটি সেখানে পড়ে না থাকে৷ প্রশ্ন উঠেছে এমনটা কেন করছে ওঁরা?

News18
News18
বেজিং: গত বুধবার বড় ঘটনা ঘটে গিয়েছে বিশ্ব রাজনীতিতে৷ নর্থ কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন আবিভূর্ত হয়েছেন বিদেশের এক অনুষ্ঠানে৷ বুধবার চিনের বেজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের ৮০ বছর পূর্তি হিসাবে আয়োজিত মিলিটারি প্যারেডের রেড কার্পেটে পাশাপাশি দেখা গিয়েছে তিন মূর্তিকে৷ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে৷ যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কিমের উপস্থিতি৷ কারণ, তাঁকে পারতপক্ষে দেশের বাইরে কোথাও দেখাই যায় না৷
তবে এরই মধ্যে ভাইরাল হয়েছে ওই অনুষ্ঠানেরই একটি ভিডিও৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ওই নতুন ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেখানে বসে বৈঠক করেছিলেন, বৈঠক চলাকালীন যে চেয়ারে বসেছিলেন, যে যে জিনিস ছুঁয়েছিলেন, সবই ধরে ধরে মুছছেন এবং স্যানিটাইজ করছেন উত্তর কোরিয়ার স্টাফেরা৷
advertisement
advertisement
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন কিম জং উনের চেয়ার, চেয়ারের হাতল পরিষ্কার করছেন৷ অন্যজন, তাঁর জলের গ্লাস,ট্রে সব সরিয়ে নিয়ে যাচ্ছেন৷ এমনকি, পাশের টেবিল পর্যন্ত পরিষ্কার করে মুছে দেওয়া হচ্ছে, যাতে কিচ্ছুটি সেখানে পড়ে না থাকে৷ প্রশ্ন উঠেছে এমনটা কেন করছে ওঁরা?
advertisement
advertisement
রাশিয়ার সাংবাদিক আলেকজান্ডার ইউনাসেভের দাবি, ‘‘কথাবার্তার পরে নর্থ কোরিয়ার নেতার সঙ্গে থাকা স্টাফেরা ওঁর সব চিহ্ন ওখান থেকে নষ্ট করে দিয়েছেন৷’’
বিষয়টিকে সাবধানতা বলা উচিত না ভীতি?
এই ভাবে কিম জং উনের সমস্ত চিহ্ন সরিয়ে দেওয়ার কারণ এখনও স্পষ্ট নয়৷ যদিও রাষ্ট্রনেতারা প্রায়শই নিজের জৈবিক পদচিহ্ন বা বায়োলজিক্যাল ফুটমার্ক, অর্থাৎ, ডিএনএ বা এমন কিছু যা দিয়ে ওই ব্যক্তিকে চিহ্নিত করা যায়, তা লুকনোর বিষয়ে সক্রিয় থাকেন৷
advertisement
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও এই কারণে নিজেরই দেহরক্ষীদের সাথে ভ্রমণ করেন যাঁরা তাঁর প্রস্রাব ও মল সংগ্রহ করেন৷ যা পরে মস্কোয় ফেরত পাঠানো হয়৷ যাতে বিদেশি কোনও শক্তি তাঁর স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে না পারেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia vs North Korea: চেয়ার...চেয়ারের হাতল, জলের গ্লাস..সব ঘষে ঘষে মুছছে! কী এমন রয়েছে? কিম জং উন-কে নিয়ে ফের রহস্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement