Prashant Kishor: বিরাট বড় ঘোষণা করে দিলেন প্রশান্ত কিশোর! ভোটের অঙ্ক রীতিমতো কষেই পদক্ষেপ..কী সিদ্ধান্ত নিলেন জানেন?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিহারের রোহতাস জেলার সাসারামের কোনর গ্রামের বাসিন্দা প্রশান্ত কিশোর এক হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান৷ বিজেপি, জেডি (ইউ), কংগ্রেস এবং বাংলার তৃণমূল কংগ্রেসের জন্যেও ভোটকুশলীর কাজ করেছেন প্রশান্ত কিশোর৷
advertisement
বিহারের রোহতাস জেলার সাসারামের কোনর গ্রামের বাসিন্দা প্রশান্ত কিশোর এক হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান৷ বিজেপি, জেডি (ইউ), কংগ্রেস এবং বাংলার তৃণমূল কংগ্রেসের জন্যেও ভোটকুশলীর কাজ করেছেন প্রশান্ত কিশোর৷ পরবর্তী কালে নিজেই রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত৷ প্রথমে নীতীশের দল জেডি(ইউ)-তে যোগ দেন৷ তারপর ২০২২ সালে তৈরি করেন নিজের দল৷
advertisement
advertisement
advertisement
advertisement
কারগাহার বিধানসভা আসনটি ব্রাহ্মণ অধ্যুষিত আসন। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে, কারগাহার আসন থেকে কংগ্রেসের সন্তোষ মিশ্র জয়ী হয়েছিলেন। জেডিইউর বশিষ্ঠ সিং ছিলেন দ্বিতীয় স্থানে। এবার এই আসন থেকে দীনেশ রাইয়ের প্রতিদ্বন্দ্বিতা করার কথা আলোচনা হচ্ছে। ভোজপুরি গায়ক রীতেশ পান্ডেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু, জন সুরজের প্রশান্ত কিশোর ইতিমধ্যেই এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশান্ত কিশোর কারগাহার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর এই আসনে কী রাজনৈতিক সমীকরণ তৈরি হয়।