Russia Ukraine conflict: রাশিয়ার মাটিতে ইউক্রেনের সেনা! কোন দিকে মোড় নিচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাত
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
রাশিয়ার দক্ষিণ-পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর প্রায় ১,০০০ সেনা ও দুই ডজনের বেশি সাঁজোয়া গাড়ি ও ট্যাঙ্ক মোতায়েন করা রয়েছে৷
কিয়েভ: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের এখনও কোনও বিরাম নেই৷ ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনা কাল৷ রাশিয়াই প্রথম ইউক্রেনের মাটিতে আক্রমণ চালায়৷
অনেকেই ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই রাশিয়া কিয়েভের দখল নেবে৷ কিন্তু তা হয়নি৷ কিয়েভ রাশিয়ার আক্রমণকে ২০২২ থেকে প্রতিহত করতে সক্ষম হয়েছে৷
advertisement
এবার ইউক্রেনের তরফ থেকে পাল্টা হামলার পালা৷ মঙ্গলবার, রাশিয়ার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে রাশিয়ার দক্ষিণ-পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর প্রায় ১,০০০ সেনা ও দুই ডজনের বেশি সাঁজোয়া গাড়ি ও ট্যাঙ্ক মোতায়েন করা রয়েছে৷
advertisement
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পর থেকে এটিই ইউক্রেনের সবচেয়ে বড় প্রত্যাঘাত৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার মতে, ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার ১০ কিমি অভ্যন্তরে প্রবেশ করেছে৷
যদিও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের ইউনিটগুলোকে ধ্বংস করতে রাশিয়া এয়ারস্ট্রাইক করেছে৷
advertisement
এই প্রসঙ্গে জেলেনেস্কি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘এই যুদ্ধটাকে রাশিয়াই আমাদের মাটিতে নিয়ে এসেছে৷ তারা কী ভুল করেছে? সেটা তাদের বোঝা উচিত৷ ইউক্রেনের বাসিন্দারা জানে কীভাবে নিজের লক্ষ্য অর্জন করতে হয়৷ আমরা কিন্তু তাঁর জন্য প্রথমে যুদ্ধকে বেছে নিইনি৷’’
রাশিয়া ইউক্রেনের মাটিতে ক্রমাগত রকেট হামলা করেছে৷ ইউক্রেনের এই পাল্টা প্রত্যাঘাত ইউরোপের যুদ্ধকে আবার অন্যদিকে মোড় নিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2024 4:12 PM IST