রাশিয়ার রাস্তায় আবর্জনা খুঁটে খাচ্ছে মেরুভলুক, ভাইরাল ছবি

Last Updated:

অন্তত ১০ মেরুভালুককে ইতিউতি ঘুরে দেখা গিয়েছে রাস্তাঘাটে৷

#মস্কো: ফেব্রুয়ারি মাস থেকেই আর্কটিক থেকে উত্তর রাশিয়ার বেলুশিয়া গুবা গ্রামে ভিড় জমাতে শুরু করেছে মেরুভালুকরা৷ এখনও পর্যন্ত প্রায় ৫০টি মেরুভালুক আশ্রয় নিয়েছে গ্রামে৷ অন্তত ১০ মেরুভালুককে ইতিউতি ঘুরে দেখা গিয়েছে রাস্তাঘাটে৷ মস্কোয় এক সপ্তাহের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা৷
মেরুভলুকদের রাস্তায় ঘুরে বেড়ানোর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল৷ একটি ছবিতে দেখা যাচ্ছে রাস্তা থেকে আবর্জনা খুঁটে খাচ্ছে ভলুকরা৷ আর তারপরেই প্রশ্নেন মুখে পড়েছে রাশিয়ার প্রশাসন৷
photo: collected photo: collected
advertisement
মেরুভলুক বিশেষজ্ঞরা জানাচ্ছেন অন্য কথা৷ তাদের মত সমুদ্রের জল জমে বরফ হয়ে যাওয়ায় সিল শিকার করে খেতে পারছে না ভলুকরা৷ আর তাই খাবারের সন্ধানেই লোকালয়ে নেমে এসেছে তারা৷ অন্যদিকে রাশিয়ার বিভিন্ন শক্তি প্রকল্পের জন্য আর্কটিকে ক্রমশই জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে ভলুকদের৷ মানুষের সঙ্গে সংঘাত বাড়ছে৷ ফলে জীবন বিপন্ন হতে চলেছে এই বিরল প্রজাতির প্রাণীদের৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাশিয়ার রাস্তায় আবর্জনা খুঁটে খাচ্ছে মেরুভলুক, ভাইরাল ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement