Pm Modi in Bangladesh: 'ওঁর নেতৃত্ব দানের ক্ষমতা দুর্দান্ত', বাংলাদেশের 'পিচে' মোদিতে মুগ্ধ শাকিব

Last Updated:

সাকিব জানিয়েছেন, 'নরেন্দ্র মোদির নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসাযোগ্য। তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।'

#ঢাকা: দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে করোনা পরিস্থিতির প্রথম বিদেশ সফরেই বাংলাদেশে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থেকে শুরু মতুয়া মন জয়ে ওরাকান্দি যাত্রা, বাদ রাখছেন না কিছুই। শুধু তাই নয়, বাংলাদেশে গিয়ে ক্রিকেটার শাকিব আল হাসান সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও দেখা করেছেন তিনি। আর সেই সাক্ষাতের পরই শাকিব জানিয়েছেন, 'নরেন্দ্র মোদির নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসাযোগ্য। তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।'
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে শাকিব বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে আমি সম্মানিত বোধ করছি। তাঁর এই সফরে লাভবান হবে বাংলাদেশ-ভারত দুই দেশই। তিনি ভারতকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা দুর্দান্ত। আমি মনে করি তাঁর নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আমি আশা করছি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরও উন্নত হবে।'
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদি এদিন সকালে ঢাকার মাটিতে রাখার পরই তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। শনিবার দেশে ফিরে আসবেন তিনি। ঢাকা পৌঁছানোর পরই বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট, বাংলাদেশি যুব সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। সেই দলে শাকিব ছাড়াও ছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা, মহিলা ক্রিকেটের তারকা সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদওয়ান রনি, সংগীত তারকা শারমিন সুলতানা সুমি প্রমুখ।
advertisement
সম্প্রতি তৃতীয় সন্তানের জন্মের পর ক্রিকেট থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন শাকিব। যে কারণে নিউজিল্যান্ড সফরে নেই তিনি। সম্প্রতি আমেরিকায় তাঁর স্ত্রী শিশির তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। সেখানেই দেওয়া তাঁর একটি সাক্ষাৎকার নিয়ে বিতর্ক দানা বাঁধে। দেশে ফিরে এখন সাকিব আইপিএলে খেলার প্রস্তুতি শুরু করেছেন। এবার আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সেরই হয়ে খেলছেন। আগামী মাসে শুরু হতে চলা আইপিএলের কারণে তিনি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে টেস্টও খেলছেন না।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pm Modi in Bangladesh: 'ওঁর নেতৃত্ব দানের ক্ষমতা দুর্দান্ত', বাংলাদেশের 'পিচে' মোদিতে মুগ্ধ শাকিব
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement