সীমান্তে বিপুল সৈন্যের সমাগম! ভিডিও প্রকাশ করল চিনা সংবাদমাধ্যম
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুবেই প্রদেশ থেকে এই সৈন্যবহর এসেছে সীমান্ত বরাবর
#বেজিং: চিন ক্রমাগত বলে চলেছে, শান্তি আলোচনা হবে ভারতের সঙ্গে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার মধ্যেই চিনের জাতীয় সংবাদমাধ্যম প্রকাশ করল একটি ভিডিও। সেখানে দাবি করা হয়েছে, উত্তর পূর্ব সীমান্তে হাজির হয়েছে বিপুল সংখ্যায় চিনের সেনা। আর সেই সেনা সীমান্ত বরাবর সক্রিয় হয়ে উঠেছে। শান্তির মধ্যেও সামরিক শক্তি দেখিয়ে এমন ভিডিও প্রকাশ যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, শান্তি আলোচনার পাশাপাশি এই শক্তির আস্ফালন চলবে কী করে?
চিনের জাতীয় সংবাদমাধ্যম লিখেছে, ‘চিনা পিপলস লিবারেশন আর্মি একটি বড় ধরণের ‘মুভমেন্ট’ করছে। এখানে অংশগ্রহণ করেছেন হাজার হাজার চিনা সৈন্য। এই এর মাধ্যমে চিন বোঝাতে চাইছে সীমান্তে যে কোনও পরিস্থিতি দ্রুত সামলাতে পারবে চিনা সেনা।’
Several thousand soldiers with a Chinese PLA Air Force airborne brigade took just a few hours to maneuver from Central China’s Hubei Province to northwestern, high-altitude region amid China-India border tensions. https://t.co/dRuaTAMIt0 pic.twitter.com/CtRJRk13IO
— Global Times (@globaltimesnews) June 7, 2020
advertisement
advertisement
এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুবেই প্রদেশ থেকে এই সৈন্যবহর এসেছে সীমান্ত বরাবর। হুবেই ছিল চিনের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত প্রদেশ। কিন্তু ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন সেখানকার নাগরিকরা। আর সেই প্রদেশ থেকে আগত চিনা পিপলস আর্মির সদস্যরা এখন যে কোনওরকম মহড়া ও প্রতিরোধের জন্য প্রস্তুত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2020 11:46 PM IST