সীমান্তে বিপুল সৈন্যের সমাগম!‌ ভিডিও প্রকাশ করল চিনা সংবাদমাধ্যম

Last Updated:

এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুবেই প্রদেশ থেকে এই সৈন্যবহর এসেছে সীমান্ত বরাবর

#‌বেজিং:‌ চিন ক্রমাগত বলে চলেছে, শান্তি আলোচনা হবে ভারতের সঙ্গে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার মধ্যেই চিনের জাতীয় সংবাদমাধ্যম প্রকাশ করল একটি ভিডিও। সেখানে দাবি করা হয়েছে, উত্তর পূর্ব সীমান্তে হাজির হয়েছে বিপুল সংখ্যায় চিনের সেনা। আর সেই সেনা সীমান্ত বরাবর ‌সক্রিয় হয়ে উঠেছে। শান্তির মধ্যেও সামরিক শক্তি দেখিয়ে এমন ভিডিও প্রকাশ যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, শান্তি আলোচনার পাশাপাশি এই শক্তির আস্ফালন চলবে কী করে?‌
চিনের জাতীয় সংবাদমাধ্যম লিখেছে, ‘‌চিনা পিপলস লিবারেশন আর্মি একটি বড় ধরণের ‘‌মুভমেন্ট’‌ করছে। এখানে অংশগ্রহণ করেছেন হাজার হাজার চিনা সৈন্য। এই এর মাধ্যমে চিন বোঝাতে চাইছে সীমান্তে যে কোনও পরিস্থিতি দ্রুত সামলাতে পারবে চিনা সেনা।’‌
advertisement
advertisement
এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুবেই প্রদেশ থেকে এই সৈন্যবহর এসেছে সীমান্ত বরাবর। হুবেই ছিল চিনের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত প্রদেশ। কিন্তু ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন সেখানকার নাগরিকরা। আর সেই প্রদেশ থেকে আগত চিনা পিপলস আর্মির সদস্যরা এখন যে কোনওরকম মহড়া ও প্রতিরোধের জন্য প্রস্তুত।
বাংলা খবর/ খবর/বিদেশ/
সীমান্তে বিপুল সৈন্যের সমাগম!‌ ভিডিও প্রকাশ করল চিনা সংবাদমাধ্যম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement